রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.DH&FWS/APD/2023-24/248(2)
নিয়োগকারী সংস্থাCMOH, Alipurduar
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)২২,০০০ – ৩৫,০০০/-
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ২৩ জুন, ২০২৩
স্থানআলিপুরদুয়ার
অফিসিয়াল সাইটalipurduar.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

WB Rural Health Centre Recruitment

১) পদের নাম (Post Name)

  • Block Epidemiologist

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

M.Sc. in Life Science/Epidemiology অথবা BAMS/BHMS/BUMS with MPH করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা

২) পদের নাম (Post Name)

  • Block Health Public Manager

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

B.Sc in Life Science with Post Graduate Degree/Post Graduate Diploma in Management করে থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যে DVC -তে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি

৩) পদের নাম (Post Name)

  • Laboratory Technician

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry, Mathematics/Biology Science নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। তবেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নূন্যতম ১৯ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ ইন্টারভিউয়ে বাজিমাত করলেই চাকরি রাজ্যের দুগ্ধ উৎপাদন সমিতিতে, মাসিক বেতন ১৮,০০০ টাকা

৪) পদের নাম (Post Name)

  • Block Data Manager

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই। তাই সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করেন হবে। আবেদন করার জন্য আলিপুরদুয়ার জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে অথবা, নীচে দেওয়া ডিরেক্ট লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এরপর আবেদনপত্র প্রিন্ট করে নিতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট দপ্তরে রেজিস্টার্ড পোস্ট/ স্পীড পোস্ট/ কুরিয়ার মারফত জমা করতে হবে।

আবেদন ফি (Application fee)

সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের ১০০/- টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে “DH & FWS, ALIPURDUAR, NON NHM ACCOUNT” এ জমা করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৭.০৬.২০২৩
আবেদন শুরু০৭.০৬.২০২৩
আবেদন শেষ২৩.০৬.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন ফর্মDownload Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

🔥 ইন্টারভিউয়ে বাজিমাত করলেই চাকরি রাজ্যের দুগ্ধ উৎপাদন সমিতিতে, মাসিক বেতন ১৮,০০০ টাকা

🔥 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ

🔥 ভারতীয় রেলে চলছে একাধিক পদে কর্মী নিয়োগ! আবেদন করতে ক্লিক করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

1 thought on “রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন”

Leave a Comment

JoinJoin