Dairy Job Vacancy: ইন্টারভিউয়ে বাজিমাত করলেই চাকরি রাজ্যের দুগ্ধ উৎপাদন সমিতিতে, মাসিক বেতন ১৮,০০০ টাকা

Dairy Job Vacancy – পশ্চিমবঙ্গের কো-অপারেটিভ সার্ভিস কমিশন, বর্ধমান কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়ন লিমিটেড সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.02/2023
নিয়োগকারী সংস্থাWest Bengal Co-operative Service Commission
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)৮,০০০ থেকে ১৮,০০০/-
আবেদন মাধ্যমঅফলাইন (ইন্টারভিউ)
আবেদনের শেষ তারিখ২২ ও ২৩ জুন, ২০২৩
স্থানপশ্চিমবঙ্গ
অফিসিয়াল সাইটwww.webcsc.org
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

Dairy Job Vacancy

১) পদের নাম (Post Name)

এখানে Dairy Technologist পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Tech in Dairy Technology/Food Technology করা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। সঙ্গে Fundamentals এবং কম্পিউটার অপারেটিং, MS Excel, MS Word এ সাম্যক ধারণা করা আবশ্যক।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ

২) পদের নাম (Post Name)

এখানে Operator পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Mechanical Engineering/ Refrigeration Engineering/ Mechanical instrument Engineering/ Dairy Trade -এ ২ বছরের ITI কোর্স করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এই পদে চাকরির জন্য আলাদভাবে আবেদন করতে হবে না। ইমেইলের মাধ্যমে একটি পিডিএফ ফাইলে আবেদনপত্র ও যোগ্যতার সমস্ত নথি একত্রিত করে সংস্থার ইমেইল আইডিতে ([email protected]) পাঠাতে হবে। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে। প্রার্থীর নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
  • পরিচয়পত্র,
  • ঠিকানার প্রমাণপত্র,
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট,
  • দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের স্থান

Office of the West Bengal Co-operative Service Commission, Khadya Bhawan Complex, PWD Buildings, Block-A (Ground Floor), 11 A, Mirza Ghalib Street, Kolkata- 700087

ইন্টারভিউয়ের তারিখ

পদের নামইন্টারভিউয়ের তারিখ
Dairy Technologist২২.০৬.২০২৩, সকাল ১১ টা
Operator২৩.০৬.২০২৩, সকাল ১১ টা

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন ফর্মDownload Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

🔥 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ

🔥 সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ

🔥 NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৮,০০০ টাকা

🔥 IRCTC Recruitment 2023 – মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ

🔥 অবশেষে আধার আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র, দেখে নিন শেষ তারিখ কবে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

1 thought on “Dairy Job Vacancy: ইন্টারভিউয়ে বাজিমাত করলেই চাকরি রাজ্যের দুগ্ধ উৎপাদন সমিতিতে, মাসিক বেতন ১৮,০০০ টাকা”

Leave a Comment

JoinJoin