রাজ্যে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

রাজ্যে ডাটা ম্যানেজার ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ।

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে নিয়োগের সুখবর। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য। সম্পূর্ন চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

Advertisement No.77/KP-DPMU/DD এবং
43/RP/DD
নিয়োগকারী দপ্তরDistrict Magistrate & Collector,
Dakshin Dinajpur
আবেদন মাধ্যমঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটddinajpur.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WB Kanyashree and Rupashree Prakalpa Recruitment 2023

পদের নাম

  • Data Manager (Kanyashree Prakalpa)

মোট শূন্যপদের সংখ্যা

এই পদে মোট ১ টি (UR) শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো শাখায় গ্রাজুয়েট পাশ হওয়া আবশ্যিক। পাশাপাশি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ টাইপিং-এর দক্ষতা থাকতে হবে। কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি রিটায়ার্ড কর্মীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

কেবলমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১.০৮.২০২৩ তারিখ অনুসারে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি অবসপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীকে প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

❖  Related Articles

পদের নাম

  • Data Entry Operator (Rupashree Prakalpa)

মোট শূন্যপদের সংখ্যা

এই পদে মোট ২ টি শূন্যপদ রয়েছে। [UR (ESM) – ১ টি, SC (PwBD) – ১ টি।]

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো শাখায় গ্রাজুয়েট পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ টাইপিং-এর দক্ষতা থাকতে হবে। কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি রিটায়ার্ড কর্মীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

কেবলমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন।

বয়স সীমা

০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে SC জাতিভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন?

  • ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনে (Online)।
  • নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পূর্ন হবে।

নির্বাচন প্রক্রিয়া

ডাটা ম্যানেজার পদে কিভাবে আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। তবে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা (৪০ নম্বর), কম্পিউটার টেস্ট (৫০ নম্বর) এবং ইন্টারভিউ (১০ নম্বর) এর মাধ্যমে বাছাই করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

পদের নামআবেদন শেষ
ডাটা ম্যানেজার৩০.০৯.২০২৩
ডাটা এন্ট্রি অপারেটর০৫.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন এবং নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিNotice PDF 1
Notice PDF 2
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটddinajpur.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin