পূর্ব মেদিনীপুর জেলায় আশা কর্মী নিয়োগ, আবেদন প্রক্রিয়া চলবে ১০ অক্টোবর পর্যন্ত

মাধ্যমিক পাশে পূর্ব মেদিনীপুর জেলায় আশা কর্মী নিয়োগ

পূর্ব মেদিনীপুর জেলার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি সেই মর্মে দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-I ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।

Advertisement No.2992
নিয়োগকারী সংস্থা/ বোর্ডOffice Of The Block Development Officer, Bhagwanpur-I
পদের নামআশা কর্মী
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ১০ অক্টোবর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটpurbamedinipur.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Purba Medinipur District Asha Karmi Recruitment 2023

পদের নাম

  • আশা কর্মী (ASHA)

মোট শূন্যপদের সংখ্যা

এখানে সব মিলিয়ে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন কোন কোন গ্রামে আশা কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন, কিন্তু কেবলমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে।
  • প্রার্থী যে গ্রামে ASHA পদের জন্য আবেদন করবেন, তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কেবলমাত্র বিবাহিত/ বিবাহ- বিচ্ছিন্না/ বিধবা মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়স সীমা

উল্লেখ্য পদে আবেদন জন্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তপশিলী জাতি / তপশিলী উপজাটিভুক্ত আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

বেতন

রাজ্য সরকারের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী আশা কর্মীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে।

❖  Related Articles

কিভাবে আবেদন করবেন? (Purba Medinipur District Asha Karmi Recruitment 2023)

  • ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে (Offline)।
  • প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
  • তারপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে Bhagwanpur-I BDO অফিসে গিয়ে জমা করতে হবে। অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন।
  • আবেদনপত্র ১০.১০.২০২৩ তারিখের মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Block Development Officer,
Bhagwanpur-I Development Block,
Village - Kajlagarh, Post- Kajlagarh,
PS- Bhagwanpur,
Dist- Purba Medinipur, PIN- 721626

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (রেশন কার্ড/ ভোটার কার্ড)
  • বয়সের প্রমাণপত্র ( জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড)
  • জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • নিজের স্বাক্ষর করা দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৯.২০২৩
আবেদন শুরু১৫.০৯.২০২৩
আবেদন শেষ১০.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদন ফর্মDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটpurbamedinipur.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin