রাজ্যে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন

WB Health Recruitment 2023 – পদের যাবতীয় তথ্য

পদের নামনার্সিং ইন্সট্রাক্টর (Nursing Instructor)
শুন্য পদের সংখ্যা146 টি



শিক্ষাগত যোগ্যতা
(i) সরকারি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে M.Sc অথবা B.Sc অর্জিত নার্সিং ডিগ্রী, বা B.Sc. নার্সিং ডিগ্রী অর্জন করেছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।
(ii) প্রাসঙ্গিক বিষয়ে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(iii) এর পাশাপাশি বাংলা ভাষায় কথা বলা এবং লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা1 জানুয়ারি 2023 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 50 বছরের মধ্যে।

প্রয়োজনীয় নথি
(i) বয়সের প্রমাণপত্র,
(ii) আধার কার্ড,
(iii) ভোটার কার্ড,
(iv) জাতিগত সংশাপত্র,
(v) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ,
(vi) অভিজ্ঞতার প্রমাণপত্র,
মাসিক বেতনপ্রতি মাসে 35,800 টাকা থেকে 92,100 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন ফিসাধারণ ক্যাটাগরি প্রার্থীদের 210 টাকা আবেদন ফি দিতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখR/Clinical Instructor- Lateral, GCON/1/2023Dated-  31.01.2023
আবেদনের শেষ তারিখ20.02.2023 (Till 02:00 PM)
অফিসিয়াল ওয়েবসাইটwww wbhrb.in
অফিসিয়াল নোটিশDownload
আরও জব নিউজ পেতে ক্লিক করুনClick Here
Join Our Telegram ChannelJoin Now

WB Health Recruitment 2023 – আবেদন পদ্ধতি

  • এর জন্য আবেদনকারীকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে,
  • প্রথমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে,
  • এরপর নিজের নাম এবং ইমেইল আইডি দিয়ে লগইন করতে হবে,
  • এরপর নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে,
  • এরপর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে,
  • এরপর পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করে সাবমিট করতে হবে।
  • সাবমিট করলে আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে।

India Post GDS Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ। মধামিক পাশে আবেদন করুন

Intelligence Bureau তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইন আবেদন করুন

রাজ্যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, আবেদন করুন এখনই

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin