Intelligence Bureau তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইন আবেদন করুন

Intelligence Bureau শূন্য পদের বিবরণ

পদের নামশুন্য পদের সংখ্যা
MTS (Multi Tasking Staff) / General150
SA (Security Assistant)1525
Total1675

পদ: 1

পদের নামMTS (Multi Tasking Staff) / General
বয়স সীমাআবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতানূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

মাসিক বেতন
এই পদে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে।

পদ: 2

পদের নামSA (Security Assistant)
বয়স সীমাআবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতানূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

মাসিক বেতন
এই পদে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে।

Intelligence Bureau আবেদন ফি

CategoryApplication Fee
Gen / OBC / EWSRs. 500/-
SC / ST / PwD / FemaleRs. 50/-
Payment ModeOnline

Intelligence Bureau আবেদন পদ্ধতি

  1. প্রথমে www.mha.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে,
  2. এরপর রেজিস্ট্রেশন করতে হবে,
  3. এরপর Intelligence Bureau পদে আবেদনের অপশনে সিলেক্ট করতে হবে,
  4. অনলাইনে সঠিকভাবে ফর্মটি পূরণ করতে হবে,
  5. প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে,
  6. এরপর আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা পেমেন্ট করতে হবে,
  7. সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে এবং আবেদন ফর্ম প্রিন্ট করে রাখুন।

Intelligence Bureau নিয়োগের পদ্ধতি

শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

Important Date

Online Registration Last Date10 February 2023

Notification Link: Download

India Post GDS Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ। মধামিক পাশে আবেদন করুন

এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin