ফের ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। দক্ষিণ রেলে ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। নীচে এই নিয়োগের শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদির বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।
Advertisement No. | P.266/I/CN/STA |
নিয়োগকারী সংস্থা | SOUTHERN RAILWAY |
পদের নাম | Senior Technical Associate |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | ৩২,০০০ – ৩৭,০০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০ জুন, ২০২৩ |
অফিসিয়াল সাইট | sr.indianrailways.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
Southern Railway STA Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে Senior Technical Associate (STA) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ১৫ টি শূন্যপদ রয়েছে। (UR – ৮ টি, SC – ২ টি, ST – ১ টি, OBC – ৩ টি, EWS – ১ টি)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ কমপক্ষে ৪ বছরের স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে। পাশাপাশি GATE পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখবেন।
বয়সসীমা (Age Limit)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary)
এই পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ স্থানের অবস্থান অনুসারে ‘Z’ Class শহরের জন্য ৩২,০০০ টাকা, ‘Y’ Class শহরের জন্য ৩৪,০০০ টাকা, ‘X’ Class শহরের জন্য ৩৭,০০০ টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন পদ্ধতি নীচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো –
- প্রথমে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে (sr.indianrailways.gov.in) যেতে হবে অথবা, এই প্রতিবেদনের নীচে দেওয়া ডাইরেক্ট লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে পারেন।
- এরপর Click Here for Online Submission অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার সঙ্গে আবেদন ফর্ম খুলে আসবে।
- এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- নিজের পাসপোর্ট সাইজের ফটো সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করার রশিদ আপলোড করতে হবে (যদি প্রযোজ্য হয়)।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড, প্যান কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
- পাসপোর্ট সাইজের ফটো।
- বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
আবেদন ফি (Application fee)
SC, ST, Women প্রার্থী ছাড়া প্রত্যেক চাকরিপ্রার্থীকে আবেদন ফি হিসেবে ৫০০/- টাকা জমা করতে হবে। আবেদন ফি অনলাইনের মাধ্যমে “Central Bank of India, Chennai Main Branch, Account Number No.1186402609, IFSC: CBIN0280876” এই ব্যাঙ্ক ডিটেইলসে পাঠাতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪.০৬.২০২৩ |
আবেদন শুরু | ১৬.০৬.২০২৩ |
আবেদন শেষ | ৩০.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও
🔥 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ
🔥 মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে