শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতার তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানতে পারবেন।
Advertisement No. | Admn/3019/A/ENV-Cell এবংAdmn/6497/C/CMO/E1 |
নিয়োগকারী সংস্থা | Syama Prasad Mookerjee Port, Kolkata |
পদের নাম | Manager (Environment) এবংSr. Dy. Chief Medical Officer (Specialist) |
মোট শূন্যপদ | ৬ টি। |
বেতন (₹) | ৮০,০০০/- থেকে ২,২০,০০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৯ মে এবং ২৬ মে |
অফিসিয়াল সাইট | smportkolkata.shipping.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Shyama Prasad Mukherjee Port Recruitment 2023
১) পদের নাম– Manager (Environment)
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের Environmental Engineering-এ মাস্টার্স ডিগ্রি অথবা Ecology/ Environment এ পিএইচডি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রির পাশাপাশি কোনও স্বীকৃত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কর্পোরেট মেম্বারশিপের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা– প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন– ৮০,০০০/- থেকে ২,২০,০০০/- টাকা।
হলদিয়াতে ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু
২) পদের নাম– Sr. Dy. Chief Medical Officer (Specialist)
মোট শূন্যপদ– ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি করা থাকতে হবে। পাশাপাশি কোনও নির্দিষ্ট বিষয় বা স্পেশালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (মেডিক্যাল) করা থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হসপিট্যাল ম্যানেজমেন্টে ডিগ্রি/ ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা– আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন– ৮০,০০০/- থেকে ২,২০,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি
উক্ত পদগুলিতে আবেদন আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র প্রিন্ট করে নিতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক নীচে প্রদান করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের নিয়োগ হবে কম্পোজিট পদ্ধতির মাধ্যমে। যদি আবেদনকারীর সংখ্যা কম থাকে, তাহলে সরকারি সংস্থার অফিসারদের ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে প্রার্থী সরাসরি নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ
ম্যানেজার পদে আবেদন করার শেষ তারিখ হলো আগামী ২৯ মে, ২০২৩ এবং সিনিয়র ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার পদে আবেদন করার শেষ তারিখ হলো ২৬ মে ২০২৩ ।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Manager (Environment)
- এবং Sr. Dy. Chief Medical Officer (Specialist)
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ভারতীয় রেলে মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির বিরাট সুযোগ! ৩১৯০ টি শূন্যপদে নিয়োগ
👉 কেন্দ্রীয় খনি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ করা হবে কর্মী?
👉 ফের ভারতীয় নৌসেনাতে নিয়োগ, ৩৭২ টি শূন্যপদ
👉 আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে? জেনে নিন এইভাবে
👉 Digital Ration Card Download – মাত্র 2 মিনিটে ডাউনলোড করুন নিজের ডিজিটাল রেশন কার্ড
Hiii