পশ্চিমবঙ্গের রিষড়া মিউনিসিপালিটি, হুগলি -তে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | 444/VII |
নিয়োগকারী সংস্থা | Office of Rishra Municipality, Hooghly |
পদের নাম | বিশদ দেখুন |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২১ জুন, ২০২৩ |
স্থান | রিষড়া, হুগলি |
অফিসিয়াল সাইট | www.rishramunicipality.org |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
Rishra Municipality Group C Recruitment
১) পদের নাম (Post Name)
এখানে Clerical Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট সহ কম্পিউটার কাজের দক্ষতা থাকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী করতে হবে।
বেতন (Salary)
এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৯,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
২) পদের নাম (Post Name)
এখানে Cleaning Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী করতে হবে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
উপরোক্ত পদ গুলিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা এই প্রতিবেদনের নীচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তির ৩ নং পাতায় আবেদনপত্রটি প্রিন্ট করে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং নিজের পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরতে হবে। এর পর বাই পোস্ট বা বাই হ্যান্ড নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Chairman, Rishra Municipality,49/56/57 Rabindra Sarani, Rishra, Hooghly, 712248
নিয়োগ স্থান
পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়া মিউনিসিপালিটিতে কর্মী নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫.০৬.২০২৩ |
আবেদন শুরু | ০৫.০৬.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদনপত্র | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
📢 MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ
🔥 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে
🔥 NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৮,০০০ টাকা (Apply Now)
🔥 মাধ্যমিক পাশে সেরা ৫ টি চাকরির খবর! বিস্তারিত জেনে নিন ক্লিক করে
🔥 টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে নন-টিচিং স্টাফ নিয়োগ