বাড়িতে বসে কাজ করুন জিও কোম্পানিতে। মাসিক বেতন ৩০০০০ টাকা

Updated on:
Reliance Jio Freelancer Jobs

দেশের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। দেশের অন্যতম বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio তরফে প্রকাশিত হলো নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে দেশের যেকোনো রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে আবেদন করুন। এই চাকরির কাজ করতে হবে বাড়িতে বসে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিয়োগ করা হবে। আবেদন করতে লাগছে না কোনো আবেদন ফি এবং আবেদন করুন অনলাইনে। তবে আর দেরি না করে, এক্ষুনি আবেদন করুন। নীচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

- Advertisement -

চাকরির বিবরণ

নিয়োগকারী সংস্থাReliance Jio
পদের নামকাস্টমার এক্সিকিউটিভ ফ্রিল্যান্সার
শূন্যপদের সংখ্যা৭৭৮৮৯ টি
চাকরি স্থানওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ
মাসিক বেতন১৮,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা
আবেদনের পদ্ধতিঅনলাইন মাধ্যম
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক / উচ্চ মাধ্যমিক পাশ
অন্যান্য যোগ্যতানিজের রাজ্যের ভাষার সম্পর্কে জ্ঞান থাকতে হবে


প্রয়োজনীয় ডকুমেন্টস
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট
2. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
3. উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
4. আধার কার্ড বা ভোটার কার্ড
5. কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)
আবেদন পদ্ধতিনীচে বিস্তারিত আলোচনা করা হয়েছে

আবেদন পদ্ধতি

  1. সবার প্রথমে আপনাকে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে careers.jio.com আসতে হবে,
  2. এরপর উপরের থাকা Jobs অপশনে ক্লিক করুন,
  3. এরপর Freelancer -7789 jobs অপশনে ক্লিক করুন,
  4. এরপর সাইটটি প্রথমবার ব্যবহার করলে Registration করতে হবে,
  5. এরপর Email id এবং Password লিখে Login করুন,
  6. এরপর ফর্ম পূরণ করুন,
  7. প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন,
  8. এরপর সাবমিট করুন,
  9. এরপর জিওর তরফ থেকে যোগ্য গ্রাহ্য হলে আপনার সাথে যোগাযোগ করবে সংস্থা, ইন্টারভিউয়ের জন্য।

Reliance Scholarship: রিলায়েন্স স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ৬ লক্ষ টাকা

Phillips Scholarship 2023 – আবেদন করুন ফিলিপস স্কলারশিপে এবং ৫০,০০০ টাকা পেয়ে যান। দেখুন কিভাবে আবেদন করবেন?

- Advertisement -

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush