চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে চাকরির দুর্দান্ত খবর। পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | HF/Egra SDH & SSH/1131 |
নিয়োগকারী সংস্থা | Department of Health & Family Welfare |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | ৪ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Purba Medinipur District Health Department Recruitment 2023
১) পদের নাম
- Retired Facility Manager (Erstwhile Ward Master)
মোট শূন্যপদ
এই পদে মোট ২ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
- আবেদনকারীকে একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
- শারীরিক ভাবে সুস্থ থাকা প্রয়োজন।
- চাকরির সময়কালে নিয়োগকর্তার কাছে একই পোস্টে কর্মক্ষমতা শংসাপত্র থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ০১.০১.২০২৩ তারিখ সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৪,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ স্থান
Egra SDH
নতুন চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ
২) পদের নাম
- Retired Store Keeper
মোট শূন্যপদ
এই পদে মোট ২ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
- আবেদনকারীকে একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
- শারীরিক ভাবে সুস্থ থাকা প্রয়োজন।
- চাকরির সময়কালে নিয়োগকর্তার কাছে একই পোস্টে কর্মক্ষমতা শংসাপত্র থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ০১.০১.২০২৩ তারিখ সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ স্থান
Egra SSH
আবেদন পদ্ধতি (Apply Process)
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীকে প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইট purbamedinipur.gov.in এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে (এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন)। এরপর আবেদনপত্র প্রিন্ট আউট বের করে নির্ভুল ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে অথবা নিজে গিয়ে জমা করতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Office of The Superintendent, Egra Sub Divisional & Super Speciality Hospital, Egra, Purba Medinipur, Pin- 721429
প্রয়োজনীয় ডকুমেন্টস
- সেলফ এটেস্টেড পাসপোর্ট সাইজের ফটো
- ফিটনেস সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র জেরক্স (মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড)
- পরিচয়পত্র ও বাসস্থানের প্রমাণপত্র (আধার কার্ড/ ভোটার কার্ড), ইত্যাদি।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
আবেদন করতে হবে ৪ আগস্ট, ২০২৩ তারিখের মধ্যে।
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদন ফর্ম | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 WBPSC এর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ