প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক, না থাকলে দিতে হবে 1000 টাকা জরিমানা, লিঙ্ক করুন তাড়াতাড়ি

PAN Card Aadhaar Card Number Link Online Mobile Bengali: বর্তমানে আধার কার্ড যেমন অন্যান্য ডকুমেন্টগুলোর মতো গুরুত্বপূর্ন। ঠিক তেমনই প্যান কার্ডও একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। যা আমাদের বয়সের প্রমাণ থেকে শুরু করে পরিচয়পত্রের প্রমাণ এবং বিভিন্ন কাজে দরকার পড়ে। শুধু তাই নয়, প্যান কার্ড ছাড়া আমরা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং টাকা লেনদেন করতে পারিনা।

তাই আমরা অনেকেই প্যান কার্ড তৈরি করে রেখে দিয়েছি। কিন্তু অনেকেই আছি সেই কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এখনো পর্যন্ত করিনি। কিন্তু এখানেই তো সমস্যা, কেননা যদি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে আগামী বছরের মার্চ মাসের পর অর্থাৎ 31.03.2023 তারিখের পর আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে।

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

তবে এখন প্রশ্ন, কিভাবে জানবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা? অথবা কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন? তাই আপনি খুব সহজেই প্যান কার্ড ও আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে পারবেন। তবে এখন লিঙ্ক করতে গেলে আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে।

তবে, আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করবেন এবং প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা কিভাবে চেক করবেন?

PAN Card Aadhaar Card Number Link Online Mobile Bengali

  1. সবার প্রথমে আপনাকে Income Tax অর্থাৎ আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
  2. এরপর Aadhaar Link অপশনে ক্লিক করুন,
  3. এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে। সেখানে আপনার প্যান কার্ড নাম্বার ও আধার কার্ড নাম্বার লিখে Validate অপশনে ক্লিক করুন,
PAN Card Aadhaar Card Number Link Online Mobile Bengali
  1. পরবর্তী পেজে মোবাইল নাম্বার এবং প্যান কার্ড নাম্বার লিখে Send OTP অপশনে ক্লিক করুন, মোবাইল ফোন নাম্বারে একটি OTP আসবে, সেটি লিখে Validate অপশনে ক্লিক করুন,
  2. পরবর্তী পেজে আপনার জরিমানা 1000 টাকা পেমেন্ট করে সাবমিট করতেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়ে যাবে।

PAN Card Aadhaar Card Link Online Status Check Online

আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা বা লিঙ্ক করার জন্য আবেদন করেছেন তা লিঙ্ক হয়েছে কিনা জানতে এই স্টেপগুলো ফলো করুন –

  1. সবার প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
  2. এরপর Quick Links সেকশনের মধ্যে থাকা Link Aadhaar Status অপশনে ক্লিক করুন,
  3. এরপর পরবর্তী পেজে প্যান কার্ড নাম্বার ও আধার কার্ড নাম্বার লিখে View Link Aadhaar Status অপশনে ক্লিক করুন,
  4. প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক থাকলে চলে আসবে Already Linked

আরও পড়ুন

PAN Card Correction Online: এখন বাড়িতে বসে প্যান কার্ড সংশোধন করতে পারবেন, মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করে

Important Links – PAN Card Aadhaar Card Number Link Online Mobile Bengali

Income Tax Official WebsiteClick Here
Direct Link To PAN Card Aadhaar Card Link Status CheckClick Here
Join Our Telegram ChannelJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin