মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগ, মাসিক বেতন ১২ হাজার টাকা

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। Mission Vatsalya এর অধীনে রাজ্য সরকারের জেলা দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।

Advertisement No.334/DCPU/SW
নিয়োগকারী সংস্থাOffice of The District Magistrate & Collector, Paschim Medinipur
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ৭ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটpaschimmedinipur.gov.in 
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Paschim Medinipur District Helper Recruitment 2023

১) পদের নাম (Post Name)

  • Child Welfare Officer (CWO)/ Case Worker/ Probation Officer

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Work/ Sociology/ Social Science অথবা LLB বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি কমপক্ষে ২ বছরের Govt./ NGO/ Legal Matters ইত্যাদি বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ২৩,১৭০/- টাকা বেতন দেওয়া হবে।

২) পদের নাম (Post Name)

  • House Mother (Residential)

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৪,৫৬৪/- টাকা বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ

৩) পদের নাম (Post Name)

  • Cook
  • Helper-cum-Night Watchman (Erstwhile Helper) (Residential)

মোট শূন্যপদ (Total Vacancy)

মোট ৪ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এই দুটি পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

৪) পদের নাম (Post Name)

  • Nurse of SAA (Residential)

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ এবং General Duty Assistant কোর্স করা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। Nursing/ GNM বিষয়ে Diploma করা থাকলে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২৪ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে শিক্ষানবিশ নেবে, মোট শূন্যপদ ৬০ টি! আবেদন পদ্ধতি জেনে নিন

কারা আবেদন করতে পারবেন

শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে আপনাকে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে আবেদন ফর্মটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। খামের ওপর “Application for the post of ___________ for Govt. run CCI/SAA under Mission Vatsalya, Paschim Medinipur” এই লেখাটি উল্লেখ করতে হবে এবং শূন্যস্থানে যে পদের জন্য আবেদন করছেন সেটি নিখতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, PO.- Midnapore, Dist.- Paschim Medinipur, Pin- 721101, West Bengal

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

Paschim Medinipur District Helper Recruitment 2023

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৭ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত।

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
✅ আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটpaschimmedinipur.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, তাড়াতাড়ি করুন আবেদন

🔥 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ

🔥 জেলা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

🔥 রাজ্যে রামকৃষ্ণ মিশনে গ্রুপ সি পদে কাজের সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin