রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের অধীনে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া করা হলো।
Advertisement No. | 132/SW(KP)/MSD/23 |
নিয়োগকারী সংস্থা | Office of the District Magistrate, Murshidabad |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | 8 আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Kanyashree Prakalpa Recruitment 2023
পদের নাম (Post Name)
মুর্শিদাবাদ জেলার DM অফিসের পক্ষ থেকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো – Accountant এবং Data Manager
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ৯ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –
- Accountant – ১ টি (UR)
- Data Manager – ৮ টি (UR – ১ টি, EWS – ১ টি, OBC – ১ টি, SC – ৪ টি, ST – ১ টি)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Accountant পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স গ্রাজুয়েট সহ Accountancy Honours করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Data Manager পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েট করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে টাইপিং এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
Accountant এবং Data Manager পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন (Salary)
Accountant পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫,০০০/- টাকা এবং Data Manager পদে নির্বাচিত প্রার্থীদের ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিজ্ঞপ্তির নিম্নাংশে আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রর কপি যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিজে গিয়ে জমা করতে পারেন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Kanyashree DPMU office (Room No. 2, Kanyashree & Kanyashree Cell of Murshidabad Collectorate, New Building at Berhampur, Barrack Square, Murshidabad, PIN- 742101
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাশ সার্টিফিকেট
- বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- অভিজ্ঞতার সার্টিফিকেট,
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার টেস্ট
- ইন্টারভিউ

চাকরির ধরন
এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪.০৭.২০২৩ |
আবেদন শুরু | ১৪.০৭.২০২৩ |
আবেদন শেষ | ০৪.০৮.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + ফর্ম | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 রাজ্যে AIIMS কল্যাণীতে কর্মখালি, প্রতিমাসে বেতন ২৬ হাজার টাকা
🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ
🔥 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মখালি! ইন্টারভিউয়ে পাশ করলে মিলবে চাকরি, কোন পদে নিয়োগ?
🔥 মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা