ফের প্যান আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ছে? শেষ মুহূর্তে সিদ্ধান্তের পথে কেন্দ্র

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) নিয়ে আবারও বড় চমকের মুখোমুখি ভারতীয় নাগরিকরা। আর হাতে মাত্র তিনটি দিন রয়েছে। অর্থাৎ ৩১ শে মার্চ ২০২৩ তারিখেরই মধ্যে প্যান-আধার লিঙ্ক এর কাজ সেরে ফেলতে হবে। না করলে বিরাট মুশকিলে পড়তে হবে। ব্যাংকে লেনদেন, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সহ আরো বিভিন্ন কাজ করতে পারবেন না।

কারণ, প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক না করলে ১ লা এপ্রিল থেকে প্যান কার্ড অকেজো হয়ে যাবে বলে জানিয়েছে আয়কর দপ্তর। এই দুই নথি সংযুক্ত করা নিয়ে ভারতীয় নাগরিক হিমশিম খেয়ে যাচ্ছেন।

সূত্র মারফৎ জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যে নতুন নির্দেশিকা জারি করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। আর সেখানে এই প্যান আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর কথাই ঘোষণা করা হবে। প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা আরও ২ থেকে ৩ মাস বাড়ানো হতে পারে। এক্ষেত্রে সময়সীমা বাড়লে জরিমানার পরিমাণও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

MGNREGA Wage Hike: ১০০ দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্র, তবে বাংলার জন্য বরাদ্দ শূন্য

উল্লেখ্য, বর্তমানে প্যান-আধার লিঙ্ক করার জন্য ১০০০ টাকা জরিমানা অর্থাৎ লেট ফাইন দিতে হচ্ছে। তবে জনসাধারণের মনোভাবের কথা ভেবে নতুন করে আর জরিমানা বাড়ানো নাও হতে পারে।

ইতিমধ্যেই প্যান-আধার লিংকের জন্য সময়সীমা অনেকবার বাড়িয়েছে কেন্দ্র। সেসময় যারা এই লিঙ্ক করেননি তাদের ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বিনামূল্যে লিঙ্ক করার জন্য সময় দেওয়া হয়েছিল। তারপর ১ এপ্রিল ২০২২ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত প্যান-আধার লিঙ্ক করানোর জন্য ৫০০ টাকা লেট ফাইন দিতে হয়েছিল। তারপর সময়সীমা আরও বাড়িয়ে ৩১ মার্চ ২০২৩ করা হয়। ১ জুলাই ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত যারা এই লিঙ্ক করাচ্ছেন তাদের ১০০০ টাকা লেট ফাইন দিতে হচ্ছে। সেই সময়সীমা ফুরোতে আর মাত্র তিন দিন বাকি। কিন্তু এখনও পর্যন্ত প্রচুর প্যান আধার লিঙ্ক করা বাকি আছে বলে সূত্রের খবর।

এবার দেখার বিষয়, যাবতীয় জল্পনা সত্যি করে আয়কর দপ্তর এই লিঙ্ক করার সময়সীমা ফের বাড়ায় কিনা। এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন

📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

📌 Voter Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করতে হবে, কিভাবে করবেন? ক্লিক করে জেনে নিন

📌 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

📌 Aadhaar Card Verification: আপনার আধার কার্ড আসল নাকি নকল, যাচাই করে নিন এই সহজ পদ্ধতিতে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin