ন্যাশনাল জুট বোর্ড, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, ভারত সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রণালী, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | National Jute Board |
পদের নাম | Young Professional |
মোট শূন্যপদ | ১০ টি |
বেতন (₹) | ৬০,০০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭ জুন, ২০২৩ |
স্থান | সারা ভারত |
অফিসিয়াল সাইট | www.jute.com |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
National Jute Board Recruitment 2023 for Young Professionals
পদের নাম– Young Professional
মোট শূন্যপদ– এই পদে মোট ১০ টি শূন্যপদ রয়েছে। কোন কোন বিভাগে নিয়োগ করা হবে নীচে দেখে নিন।
বিভাগের নাম | শূন্যপদ |
Market Promotion & Scheme Implementation (MP&SI) | ৪ টি |
Technical | ২ টি |
Finance | ২ টি |
Administration | ২ টি |
মোট শূন্যপদ | ১০ টি। |
শিক্ষাগত যোগ্যতা–
কোন বিভাগে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে নীচে দেওয়া হয়েছে –
- MP&SI – MBA in Marketing / MA or MSc in Economics or equivalent*
- For Technical – B. Tech / B.E in Jute-Tech / Textile Tech/ BSc (Ag) or equivalent*
- Finance – MBA (Finance) / ICWA/ICA/M. Com or equivalent*
- Administration – MBA (HR) / LLM or equivalent*
বয়সসীমা– আবেদনকারী প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০৭.০৬.২০২৩ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন– ৬০,০০০/- টাকা।
কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ, আবেদন শেষ তারিখ ৬ জুন
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইন পদ্ধতির মাধ্যমে এবং আবেদনের সফট কপি অনলাইনে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।
- অফলাইনে আবেদন করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
- বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে।
- এরপর উপযুক্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নীচে দেওয়া ঠিকানায় সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে।
- এরপর আবেদনের সফট কপি recruitment@njbindia.in ইমেইল আইডিতে ইমেইল করে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Secretary, National Jute Board, 3A & 3B, Park Plaza, 71, Park Street, Kolkata -700 016
আবেদনের শেষ তারিখ
আবেদন শেষ | ০৭.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.jute.com |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরে ৬০৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন
👉 DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
👉
👉 রাজ্যে একাধিক শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ! উচ্চ-মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
👉 পোস্ট অফিসের এই স্কিমে মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।