Kolkata Municipal Corporation Recruitment 2023 : কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC)-এর পক্ষ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চুক্তভিত্তিক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | 06 –/Kolkata City NUHM Society / 2023-24 |
নিয়োগকারী সংস্থা | The Kolkata City NUHM Society |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শুরু | ১ সেপ্টেম্বর, ২০২৩ |
আবেদন শেষ | ৯ সেপ্টেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | kmcgov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Kolkata Municipal Corporation Recruitment 2023
পদের নাম
- Accountant – I
মোট শূন্যপদের সংখ্যা
এই পদে সব মিলিয়ে মোট ১৭ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানা আবশ্যক।
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স শাখায় স্নাতক পাশ হতে হবে। সেইসঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
টেকনিক্যাল নলেজ –
MS Word, MS Excel, MS PowerPoint, Internet এবং Talley Software -এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা –
কোনো সরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছর অথবা বেসরকারি সংস্থায় কমপক্ষে ২ বছরের একাউন্টিং এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ২৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ খাদ্য দপ্তরে ৪৮০ টি শূন্যপদে Food SI নিয়োগ
কিভাবে (Kolkata Municipal Corporation Recruitment 2023) আবেদন করবেন?
এই পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার প্রথমে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
- এরপর বিজ্ঞপ্তির শেষের পাতায় থাকা আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
- এরপর সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় নথি, নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সেল্ফ এটেস্টেড করে নিতে হবে।
- সবশেষে সমস্ত নথিপত্রগুলি একত্রিত করে মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013
CMO Bldg এর ২ য় ফ্লোর, রুম নম্বর ২৫৪ এর সম্মুখে থাকা ড্রপবক্সে জমা করতে হবে আবেদনপত্র।
প্রয়োজনীয় ডকুমেন্টস

ইন্টারভিউ / কম্পিউটার টেস্ট এর সময় অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যাবেন।
নির্বাচন প্রক্রিয়া
- একাডেমিক কোয়ালিফিকেশন
- কম্পিউটার টেস্ট
- এক্সপেরিয়েন্স
- ইন্টারভিউ
আবেদন ফি
আবেদন করতে কোনো ফি জমা দিতে হবে না।
আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা
উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ০১.০৯.২০২৩ তারিখ থেকে এবং চলবে ০৯.০৯.২০২৩ তারিখ পর্যন্ত। আবেদন চলাকালীন আগ্রহী চাকরিপ্রার্থীদের সোমবার থেকে শুক্রবার 11.30 a.m. থেকে 4.00 p.m. এর মধ্যে এবং শনিবার 11.30 a.m. থেকে 2.00 p.m. এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫.০৮.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৯.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদনপত্র | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | kmcgov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ
🔥 কলকাতাতে অষ্টম থেকে দ্বাদশ পাশে কাজের সুযোগ
🔥 কলকাতা পুলিশে SI ও সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি
🔥 কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?
🔥 SC/ST/OBC Caste Certificate Online Apply করুন এই নতুন পদ্ধতিতে