WB ICDS Recruitment 2023 – পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ

WB ICDS Recruitment 2023 : দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চাকরিপ্রার্থীরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ অথবা মাধ্যমিক পাশ হলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনযোগ্য। তাহলে আর দেরি না করে কোন জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এখানে কিভাবে আবেদন করবেন, যার সমস্ত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাDistrict Program Officer, ICDS, Hooghly
পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
মোট শূন্যপদ১৫৮২ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ৪ সেপ্টেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটhooghly.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WB ICDS Recruitment 2023

পদের নাম

  • ICDS অঙ্গনওয়াড়ি কর্মী
  • ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা (হেল্পার)

মোট শূন্যপদের সংখ্যা

এখানে সব মিলিয়ে মোট ১৫৮২ টি শূন্যপদ রয়েছে।

  • অঙ্গনওয়াড়ি কর্মী- ২৯৩ টি
  • অঙ্গনওয়াড়ি সহায়িকা- ১২৮৯ টি

কোথায় নিয়োগ করা হবে?

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। সেক্ষেত্রে হুগলি জেলার আরামবাগ, পান্ডুয়া, জাঙ্গীপাড়া, ভদ্রেশ্বর সহ বিভিন্ন সুসংগত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নিয়োগ হবে।

মহকুমা হিসেবে শূন্যপদের সংখ্যা

মহকুমাঅঙ্গনওয়াড়ি কর্মীঅঙ্গনওয়াড়ি সহায়িকা
আরামবাগ৫৯ টি।২৯০ টি
শ্রীরামপুর৭৮ টি২৪৬ টি
চন্দননগর৭২ টি২৮৭ টি
সদর৮৪ টি৪৬৬ টি

শিক্ষাগত যোগ্যতা

  • অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন।
  • অঙ্গনওয়াড়ি সহায়িকা (হেল্পার) পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন।

এখানে শুধুমাত্র মহিলারা আবেদনযোগ্য।

বয়স সীমা

এই দুটি পদে আবেদন করার জন্য নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

অবসরকালীন বয়স

বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী এখানে চাকরিপ্রাপ্ত কর্মীর ৬৫ বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলক ভাবে এই সেচ্ছামূলক কাজের ধারাবাহিকতা বন্ধ বা অবসান করা হবে।

বেতন

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে সরকার নির্ধারিত সাম্মানিক ভাতা দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ রাজ্যে সুপারভাইজার নিয়োগ, বেতন ৩০ হাজার টাকা থেকে শুরু

কিভাবে (WB ICDS Recruitment 2023) আবেদন করবেন?

  • এখানে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
  • সেক্ষেত্রে হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট hooghly.nic.in এর হোমপেজে গিয়ে Recruitment অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Click Here for Apply Online লিংকে ক্লিক করে Apply Online অপশনে ক্লিক করতে হবে হবে। (আবেদনের ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে👇)
  • এরপর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ফটো, স্বাক্ষর, জাতিগত শংসাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

আপনারা নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসে অনলাইনে আবেদন করেন পারবেন। এছাড়া আপনার নিকটবর্তী অনলাইন ক্যাফের মাধ্যমেও আবেদন জানাতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পরিচয়পত্র
  • বয়সের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
  • নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর
  • জাতিগত শংসাপত্র

নির্বাচন প্রক্রিয়া

প্রথমে লিখিত পরীক্ষা (৯০ নম্বর) নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার পাঠ্যক্রম

ক. মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণী): পূর্ণমান – ১৫

খ. পাটি গণিত (অষ্টম শ্রেণী): পূর্ণমান – ২০

গ. পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন: পূর্ণমান – ১৫

ঘ. ইংরেজি ভাষাজ্ঞান, অনুবাদ: পূর্ণমান – ২০

ঙ. সাধারণ জ্ঞান: পূর্ণমান – ২০

লিখিত পরীক্ষার তারিখ যথা সময়ে বিজ্ঞাপিত হবে, তাই hooghly.nic.in ওয়েবসাইটে চোখ রাখুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু১০.০৮.২০২৩
আবেদন শেষ০৪.০৯.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি (আরামবাগ)Download PDF
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি (শ্রীরামপুর)Download PDF
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি (চন্দননগর)Download PDF
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি (সদর)Download PDF
📝 অনলাইন আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটhooghly.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

নতুন চাকরির খবরঃ কলকাতা পুলিশে SI ও সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি, দেখে নিন কয়টি শূন্যপদ রয়েছে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin