KMC Recruitment 2023: পশ্চিমবঙ্গ পৌরনিগম সংস্থার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা পৌরসভাতে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানতে পারবেন। এখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। (MSCWB Recruitment 2023)
পদের নাম
- Assistant Analyst
মোট শূন্যপদ
এখানে নিয়োগ করা হবে মোট ০৫ টি শূন্যপদে। [UR- 02, SC- 02, OBC(B)- 01]
শিক্ষাগত যোগ্যতা
Degree in chemistry / Bio-chemistry / Food Technology with 50% marks.
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৯ বছর। বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন
পে লেভেল ১১ অনুযায়ী বেতন দেওয়া হবে।
রাজ্যে ব্লক ভিত্তিক ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, 256টি শূন্যপদ, যোগ্যতা 8th-10th পাশ
আবেদন পদ্ধতি (KMC Recruitment Apply Online)
- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
- আবেদন করার সময় প্রার্থীর ব্যক্তিগত বিবরণ সহ শিক্ষাগত যোগ্যতার বিবরণ প্রদান করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালো করে পড়ুন।
আবেদন ফি
- General/OBC – ২০০/- টাকা।
- SC/ST – ৫০/- টাকা।
- পেমেন্ট মেথড – অনলাইন।
গুরুত্বপূর্ন তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশিত – ১৮/০৩/২০২৩
- অনলাইন আবেদন শুরু – ৩১/০৩/২০২৩
- অনলাইন আবেদন শেষ – ৩০/০৪/২০২৩
Important Links -KMC Recruitment 2023
OFFICIAL NOTIFICATION:- DOWNLOAD PDF
OFFICIAL WEBSITE:- CLICK HERE
APPLY NOW:- CLICK HERE (Update Soon)
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 পশ্চিমবঙ্গে ফের সরকারি চাকরির বিরাট সুযোগ, আবেদন করুন এক্ষুনি
👉 SAIL: মাধ্যমিক পাশে স্টিল ফ্যাক্টরিতে ২১৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইন আবেদন করুন (APPLY NOW)
👉 বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন
👉 ৩১ মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করতে হবে, কিভাবে করবেন? ক্লিক করে জেনে নিন