পশ্চিমবঙ্গে ফের সরকারি চাকরির বিরাট সুযোগ, আবেদন করুন এক্ষুনি

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য অনগ্রসর শ্রেনি কল্যান এবং উপজাতি উন্নয়ন  দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। এখানে রাজ্যের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে হবে। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Advertisement No-  369/BCW&TD(DD)

Dated- 21/03/2023

পদের নাম

  • Additional Inspectors

মোট শূন্যপদ

মোট শূন্যপদের সংখ্যা হলো ৫ টি

বয়সসীমা

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।

বেতন

প্রতিমাসে বেতন ১২,০০০ টাকা দেওয়া হবে।

কাজের ধরন

এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীকে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেনি কল্যান এবং উপজাতি উন্নয়ন দপ্তরের অধীনে সংশ্লিষ্ট জেলার ব্লক/পুরসভা/সাবডিভিশনে কাজ করতে হবে। তবে এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তিভিত্তিক । 

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Office of the Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare and Tribal Development, Dakshin Dinajpur Administrative Building, 2nd Floor, Room No – 202, Kachari Road, P.O & P.S. – Balurghat, Pin – 733101

নিয়োগ প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট এলাকার  পুরসভা/ব্লক/সাবডিভিশন ভিত্তিক এলাকায় সংশ্লিষ্ট কাজে। 

আবেদনের শেষ তারিখ

আবেদন করতে হবে ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে।

Important Links

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin