General Knowledge – বলুন তো কোন শহরকে ‘ভারতের প্যারিস’ বলা হয়? জেনে নিন ১৫ টি গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর।

'ভারতের প্যারিস' কোন শহরকে বলা হয়?

General Knowledge Question and Answer: লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের পাশাপাশি নানান প্রশ্নগুলি করা হয়। এজন্য সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি প্রায়শই আসে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি?
ক. বাঁকুড়া
খ. বর্ধমান
গ. পশ্চিম মেদিনীপুর
ঘ. পুরুলিয়া

উত্তরঃ পুরুলিয়া

২) প্রশ্নঃ কোন মুঘল শাসক ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিলেন?
ক. আকবর
খ. জাহাঙ্গীর
গ. শাহজাহান
ঘ. ঔরঙ্গজেব

উত্তরঃ ঔরঙ্গজেব

৩) প্রশ্নঃ ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে?
ক. জামনগর
খ. হলদিয়া
গ. মথুরা
ঘ. মুম্বাই

উত্তরঃ মুম্বাই

৪) প্রশ্নঃ কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে মান একই হয়?
ক. -40°C
খ. 40°C
গ. 273°C
ঘ. -173°C

উত্তরঃ -40°C

৫) প্রশ্নঃ বাংলার মদিনা মসজিদ কে নির্মাণ করেন?
ক. ফিরোজ শাহ
খ. সিকান্দার শাহ
গ. ইলিয়াস শাহ
ঘ. নসরৎ শাহ

উত্তরঃ সিকান্দার শাহ

আরও পড়ুন » WBPSC-র মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৬) প্রশ্নঃ নিচের কোনটি ভেক্টর রাশি?
ক. দৈর্ঘ্য
খ. ভর
গ. ভার
ঘ. উষ্ণতা

উত্তরঃ ভার

৭) প্রশ্নঃ বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
ক. পৃথিবীর কেন্দ্রে
খ. খনিগর্ভে
গ. মেরু অঞ্চলে
ঘ. নিরক্ষীয় অঞ্চলে

উত্তরঃ মেরু অঞ্চলে

৮) প্রশ্নঃ কোনাগা উৎসব কোন রাজ্যে পালিত হয়?
ক. পশ্চিমবঙ্গ
খ. কর্ণাটক
গ. মহারাষ্ট্র
ঘ. উত্তর প্রদেশ

উত্তরঃ কর্ণাটক

৯) প্রশ্নঃ গারো, খাসি ও জয়ন্তীয়া পাহাড়ের কোন দিকে শিলং শহরটি রয়েছে?
ক. উত্তর দিকে
খ. দক্ষিণ দিকে
গ. পূর্ব দিকে
ঘ. পশ্চিম দিকে

উত্তরঃ পূর্ব দিকে

১০) প্রশ্নঃ কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী?
ক. রেসসির্নল
খ. ফেনল
গ. বেঞ্জিন
ঘ. জাইলিনল

উত্তরঃ ফেনল

❖  Related Articles

১১) প্রশ্নঃ নিচের শহরগুলির কোনটিতে আণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে?
ক. কলপাক্কম
খ. থাঞ্জাভুর
গ. রঘুনাথপুরম
ঘ. সালেম

উত্তরঃ কলপাক্কম

১২) প্রশ্নঃ কম্পিউটারের সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের প্রধান পার্থক্য কোনটি?
ক. তথ্য আদান প্রদান
খ. সাধারণ গণনা
গ. প্রোগ্রামিং
ঘ. ডিটিপি

উত্তরঃ সাধারণ গণনা

১৩) প্রশ্নঃ কে ‘দেশপ্রিয়’ নামে অভিহিত হন?
ক. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
খ. বিপিনচন্দ্র পাল
গ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
ঘ. রাসবিহারী বসু

উত্তরঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত

১৪) প্রশ্নঃ ‘বাবর’ কথার অর্থ কি?
ক. যোদ্ধা
খ. সিংহ
গ. দাস
ঘ. ভাগ্যবান

উত্তরঃ সিংহ

১৫) প্রশ্নঃ কোন শহরকে ‘ভারতের প্যারিস’ বলা হয়?
ক. কলকাতা
খ. নিউ দিল্লি
গ. জয়পুর
ঘ. পাটনা

উত্তরঃ জয়পুর

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin