Asha Karmi Recruitment 2023 – Overview
Post Name | Asha Karmi Recruitment 2023 |
Vacancy | 71 |
Application Start | 04.03.2023 |
Application Last Date | 24.03.2023 |
Application Mode | Offline |
More Job Update | Click Here |
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে 110 শূন্যপদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 40,000 টাকা
পদের নাম –
আশা কর্মী
মোট শূন্য পদের সংখ্যা –
71 টি
শূন্য পদের বিন্যাস –
হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশন – 34 টি এবং চন্দননগর সাব ডিভিশন – 37 টি
যোগ্যতা –
ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। এখানে বিবাহিত বা বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা –
প্রার্থীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 01.01.2023 তারিখ অনুযায়ী। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি –
- এখানে আবেদনের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- ইচ্ছুক প্রার্থীদের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আবেদনপত্র প্রিন্ট করতে হবে।
- এবার আবেদনপত্রটির প্রতিটি শূন্যস্থান কালো বা নীল রঙের ডটপেন দিয়ে পূরণ করতে হবে।
- নীচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।
- আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং পাঁচ টাকার ডাক টিকিট সাঁটা একটি খামের মধ্যে আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্টস ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার স্থান –
সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (B.D.O) অফিসে জমা করতে হবে। অথবা পোস্টের মাধ্যমে আবেদনপত্র B.D.O. অফিসে পাঠাতে হবে।
থেকে সপ্তাহে 6 দিনের বদলে মাত্র 5 দিন ব্যাঙ্ক খোলা থাকবে, ব্যাঙ্কে যাওয়ার আগে নতুন নিয়মটি জেনে নিন
প্রয়োজনীয় ডকুমেন্টস –
- জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
- এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড/রেশন কার্ড।
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট
- কাস্ট সার্টিফিকেট।
- জাতিগত প্রমাণপত্র (প্রযোজ্য হলে)
- পাসপোর্ট সাইজের ছবি। (2 কপি)
গুরুত্বপূর্ন তারিখ –
আবেদন শুরু | 04.03.2023 |
আবেদনের শেষ তারিখ | 24.03.2023 |
আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Notification PDF | Arambagh Sub Division Chandanagar Sub Division |
Official Website | Visit Now |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 কেন্দ্রীয় সরকারের দপ্তরে 500 টিরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ