অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (AIIMS) -এর তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET)-এর মাধ্যমে নার্সিং অফিসার নিয়োগ করা হবে। সারা ভারতের AIIMS প্রতিষ্ঠানগুলিতে নার্সিং অফিসার নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্তের ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। AIIMS Recruitment 2023
AIIMS Recruitment 2023
Advertisement No. | 76/2023 |
নিয়োগ সংস্থা | All India Institute of Medical Sciences (AIIMS) |
পদের নাম | Nursing Officer |
মোট শূন্যপদ | ৩০৫৫ টি। |
বেতন (₹) | প্রতিমাসে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা |
আবেদন মাধ্যম | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | aiimsexams.ac.in |
হোয়াটসঅ্যাপ | Join Now |
টেলিগ্রাম | Join Now |
পদের নাম– Nursing Officer
মোট শূন্যপদ– মোট শূন্যপাদের সংখ্যা ৩০৫৫ টি।
পশ্চিমবঙ্গের কল্যাণী AIIMS-এ মোট শূন্যপদ:- ২৪ টি। (UR – ১২ টি, OBC – ৭ টি, SC – ২ টি, ST – ২ টি, EWS – ১ টি)
শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে Diploma in GNM, B.Sc Nursing পাশ করা থাকতে হবে।
বয়সসীমা– বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন– প্রতিমাসে ৯,৩০০/- থেকে ৩৪,৮০০/- টাকা বেতন।
বিশ্বভারতীতে নিন-টিচিং স্টাফ পদে নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
- Computer Based Test (CBT)
- Interview
আবেদন ফি–
General / OBC | ৩,০০০/- |
SC / ST / EWS | ২,৪০০/- |
PwD | – |
গুরুত্বপূর্ন তারিখ
অনলাইন আবেদন শুরু | ১২.০৪.২০২৩ |
অনলাইন আবেদন শেষ | ০৫.০৫.২০২৩ |
Computer Based Test | ০৩.০৬.২০২৩ |
Important Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- আবেদন লিঙ্ক:- Apply Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 রাজ্যের এই জেলায় আশা কর্মী নিয়োগ, আবেদন করতে ক্লিক করুন
👉 মাধ্যমিক পাশে CRPF-এ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ চলছে
👉 কোথাও না গিয়ে, এখন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইল দিয়ে আবেদন ও ডাউনলোড করুন