কলকাতায় বেঙ্গল কেমিক্যালে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি এই প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.PER/0106/2023-2024/1
নিয়োগকারী সংস্থাBengal Chemicals & Pharmaceuticals Ltd.
পদের নামকোম্পানি সেক্রেটারি
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ১৫ জুলাই, ২০২৩
কাজের স্থানকলকাতা
অফিসিয়াল সাইটwww.bengalchemicals.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

Bengal Chemicals and Pharmaceuticals Ltd Secretary Recruitment 2023

পদের নাম (Post Name)

Bengal Chemicals and Pharmaceuticals Ltd এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে Company Secretary পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সহ ICSI থেকে Company Secretary কোর্স করে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ৫০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলেছে দেখুন

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে প্রাসঙ্গিক নথি একটি মুখ বন্ধ খামে ভরে আবেদনপত্রের খামের ওপর “Employment Notification No. PER/0106/2023-2024/1” এবং “Applied for Engagement of Company Secretary for Kolkata” লেখা দুটি উল্লেখ করে সংস্থার নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তবে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Asst. General Manager (HR & Admin.)- I/C, Bengal Chemicals & Pharmaceuticals Ltd. (A Govt. Of India Enterprise), 6, Ganesh Chunder Avenue, Kolkata- 700013

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • বয়সের প্রমাণপত্র,
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ,
  • জাতিগত শংসাপত্র,
  • পাসপোর্ট সাইজের ফটো, ইত্যাদি।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন প্রার্থীকে নিয়োগ করা হবে। কবে কোথায় যেতে হবে, সেই সম্পর্কে সংস্থার তরফে প্রার্থীকে যথাসময়ে অবগত করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

এখানে আবেদন জানতে হবে আগামী ১৫.০৭.২০২৩ তারিখ অর্থাৎ ১৫ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে।

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.bengalchemicals.co.in
✅ আবেদন পত্রDownload PDF
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 NPCIL-এ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

🔥 স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

🔥 রাজ্যের IIT খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 রাজ্যে পাওয়ার-গ্রিডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

🔥 দেশের একাধিক ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin