রাজ্যে পাওয়ার-গ্রিডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

পাওয়ার গ্রিড (Power Grid) – এ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের পদের নাম,  শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদির বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হল। আপনাদের সুবিধার্থে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে প্রদান করা হয়েছে।

Advertisement No.Apprenticeship/2023-24/ER-II/01
নিয়োগকারী সংস্থাPower Grid Corporation of India Limited
পদের নামApprenticeship
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩১ জুলাই, ২০২৩
স্থানপশ্চিমবঙ্গ
অফিসিয়াল সাইটwww.powergrid.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

Power Grid Recruitment Notification 2023

পদের নাম (Post Name)

Power Grid Recruitment Notification 2023 -এর পক্ষ থেকে যে সমস্ত ট্রেডে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করা হবে। যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হলো –

  • Graduate (Electrical)
  • Graduate (Civil)
  • Diploma (Electrical)
  • Diploma (Civil)
  • HR Executive
  • Graduate (Computer Science)
  • CSR Executive
  • ITI (Electrician)
  • Graduate (Electronics & Telecommunication)

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ৫৯ টি শূন্যপদ রয়েছে। ট্রেড অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –

Power Grid Recruitment Notification 2023

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ট্রেডের নামশিক্ষাগত যোগ্যতা
ITI (Electrician)পূর্ণ সময়ের Electrician বিষয়ে ITI পাশ
Diploma (Civil)৩ বছরের Civil Engineering বিষয়ে Diploma কোর্স
Diploma (Electrical)৩ বছরের Engineering বিষয়ে Diploma কোর্স
Graduate (Electrical)৪ বছরের Electrical Engineering বিষয়ে B.E/B.Tech/B.Sc(Engg.)
Graduate (Civil)৪ বছরের Civil Engineering বিষয়ে B.E/B.Tech/B.Sc(Engg.) কোর্স
Graduate (Computer Science)৪ বছরের Computer Science Engineering বা Information Technology বিষয়ে B.E/B.Tech/B.Sc(Engg.) কোর্স
Graduate (Electronics & Telecommunication)৪ বছরের Electronics বা Telecommunication Engineering বিষয়ে B.E/B.Tech/B.Sc(Engg.) কোর্স
HR ExecutiveMBA (HR)/ Post Graduate Diploma in Personnel Management/ Personnel Management & Industrial Relations
CSR ExecutiveMaster in Social Work / Rural Development/ Management

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হলে আবেদন করতে পারবেন।

স্টাইপেন্ড (Stipend)

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৩,৫০০ টাকা থেকে ১৭,৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যের IIT খড়গপুরে নন-টিচিং স্টাফ নিয়োগ! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭.০৬.২০২৩
আবেদন শুরু০১.০৭.২০২৩
আবেদন শেষ২১.০৭.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 মাধ্যমিক পাশে রেলওয়ে-তে ৯০৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

🔥 মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে

🔥 এয়ারপোর্টে ৩০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 PM Kisan New Registration 2023: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন করুন, এই পদ্ধতিতে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

1 thought on “রাজ্যে পাওয়ার-গ্রিডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন”

Leave a Comment

JoinJoin