ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের একাধিক ব্যাঙ্কে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদির বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হলো। এই প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি পেয়ে যাবেন।
Advertisement No. | – |
নিয়োগকারী সংস্থা | Institute of Banking Personnel Selection (IBPS) |
পদের নাম | ক্লার্ক |
মোট শূন্যপদ | ৪৫৪৫ টি |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | |
কর্মস্থল | সারা ভারত |
অফিসিয়াল সাইট | www.ibps.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
IBPS Clerk Recruitment 2023
পদের নাম (Post Name)
IBPS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ক্লার্ক (Clerk) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে সব মিলিয়ে মোট ৪৫৪৫ টি শূন্যপদ রয়েছে।
যে সমস্ত ব্যাংকে নিয়োগ করা হবে –
ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব নেশানাল ব্যাঙ্ক, ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
আবেদনকারী প্রার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে রাজ্যে প্রার্থী নিয়োগ করা হবে সেই রাজ্যের ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।
বয়সসীমা (Age Limit)
প্রার্থীর বয়স নূন্যতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। বয়স হিসাব করা হবে ০১ জুলাই, ২০২৩ তারিখ অনুযায়ী। অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২ জুলাই, ১৯৯৫ তারিখ থেকে ০১ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নতুন চাকরির খবরঃ ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ, কোন কোন পদে? বেতনই বা কত?
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন পদ্ধতি নীচে দেওয়া হলো –
- অনলাইন আবেদন করার জন্য ibpsonline.ibps.in ওয়েবসাইটে যেতে হবে অথবা, নিচে দেওয়া ডাইরেক্ট লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি তথ্য লিখতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর Registration Number এবং Password স্ক্রিনে প্রদর্শিত হবে, পাশাপাশি প্রদত্ত ইমেইল এবং মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমেও পাবেন।
- এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
বিঃদ্রঃ – মোবাইল দিয়ে আবেদন করার সময় মোবাইলটি Rotate করে নেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স,
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ,
- জাতিগত শংসাপত্র,
- পাসপোর্ট সাইজের ফটো,
- বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি, ইত্যাদি।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। দুটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারী এক্সামিনেশন এবং মেইন এক্সামিনেশন।


আবেদন ফি (Application fee)
SC/ ST/ PwBD/ EXSM প্রার্থীদের আবেদন ১৭৫/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের আবেদন ফি ৮৫০/- টাকা দিতে হবে। অনলাইনে Debit Card, Credit Card, Internet Banking, IMPS এর মাধ্যেমে আবেদন ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
অনলাইন আবেদন শুরু | ০১.০৭.২০২৩ |
অনলাইন আবেদন শেষ | ২৮ জুলাই, ২০২৩ (বাড়ানো হয়েছে) |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
✅ সংশোধনী বিজ্ঞপ্তি | Download PDF |
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 MORE JOBS UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 রাজ্যের বিদ্যুৎ দপ্তরে শিক্ষানবিশ নেবে, মোট শূন্যপদ ৬০ টি! আবেদন পদ্ধতি জেনে নিন
🔥 ITBP Recruitment 2023 : মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে
🔥 রাজ্যের IIT খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ
🔥 SSC এর মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ! মাসিক বেতন ৩৫,৪০০ টাকা
Oo