ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) -এ অগ্নিপথ স্কিমের অধীনে অগ্নিবীরবায়ু পদে স্পোর্টস কোথায় প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন করতে পারবেন কেবলমাত্র অবিবাহিত পুরুষরাই। আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। এখানে চার বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আবেদন করার পদ্ধতি সহ যাবতীয় তথ্য।
Advertisement No. | 01/2023 |
নিয়োগকারী সংস্থা | INDIAN AIR FORCE |
পদের নাম | AGNIVEERVAYU (Sports) |
মোট শূন্যপদ | বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। |
বেতন (₹) | নীচে দেখে নিন। |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৫ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | agnipathvayu.cdac.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Indian Air Force Agniveervayu Recruitment 2023
পদের নাম– AGNIVEERVAYU (Sports)
মোট শূন্যপদ– কয়টি শূন্যপদে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা– আবেদন করার জন্য প্রার্থীদের Mathematics, Physics এবং English নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
অথবা, যেকোনও স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে Engineering -এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
এছাড়াও প্রার্থীদের অবিবাহিত পুরুষ হতে হবে।
শারীরিক যোগ্যতা– এখানে আবেদন করার জন্য প্রার্থীর নূন্যতম উচ্চতা ১৫২ সেমি হতে হবে।
বয়সসীমা– প্রার্থীর বয়স সর্বোচ্চ ২১ বছর হতে হবে। প্রার্থীর জন্ম হতে হবে ২৭ জুন ২০০২ থেকে ২৭ ডিসেম্বর ২০০৫ তারিখের মধ্যে।
বেতন– এখানে চার বছরের মেয়াদে নিয়োগ করা হবে। প্রথম বছরে ২১,০০০/- টাকা, দ্বিতীয় বছরে ২৩,১০০/- টাকা, তৃতীয় বছরে ২৫,৫৫০/- টাকা, চতুর্থ বছরে ২৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর এককালীন ১০.০৪ লক্ষ টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্রটি একটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে ছবি, সাক্ষর এবং প্রয়োজনীয় সমস্ত নথি যুক্ত করে স্ক্যান করে একটি PDF বানিয়ে নিতে হবে। এরপর PDF টি মেইল করতে হবে নিচের ইমেইল এড্রেসে।
আবেদনপত্র পাঠানোর ইমেইল এড্রেস–
bluesports.rec@iaf.nic.in
আবেদনের শেষ তারিখ
আগামী ৫ মে, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- আবেদন ফর্ম:- Download
- MORE JOB UPDATE:- CLICK HERE
👉 BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন
👉 অষ্টম পাশে ডাক বিভাগে Group-C পদে চাকরি, সময় সীমিত এক্ষুনি আবেদন করুন
👉 রাজ্য জুড়ে উচ্চমাধ্যমিক পাশে ICICI ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন 18 হাজার টাকা
👉 বিদ্যুৎ দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার
👉 ১ মে থেকে বদলে গেল এই চারটি নিয়ম! আর্থিক লোকসান এড়াতে সম্পূর্ন নিয়মের তালিকা দেখুন