Awas Plus : বাড়ির স্ট্যাটাস চেক করুন, সার্ভের পর আপনার নাম উঠলো কিনা! দেখুন…

Updated on:
Awas Plus House List Online Check 2023

Awas Plus House List Online Check 2023: নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের এই আর্টিক্যালে স্বাগতম। বর্তমানে আপনারা সবাই জানেন যে গোটা দেশ জুড়ে Awas Plus এর সার্ভে (Survey) চলছে। তো সার্ভের পর আপনার নাম অনলাইনে উঠেছে কিনা তা কিভাবে চেক করবেন? এই বিষয়ে আমরা এই আর্টিক্যালে বিস্তারিত আলোচনা করেছি।

- Advertisement -

আপনারা আধার নম্বর বা মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর বা জব কার্ড নম্বর দিয়ে চেক করতে পারবেন যে আপনার নাম Awas Plus এ উঠেছে কিনা। যদি উঠে থেকে তাহলে আপনি আবাস প্লাসের বাড়ি পেয়ে যাবেন।

আমরা আপনাকে 2 পদ্ধতিতে চেক করার প্রসেস বলবো, তাই আপনার এই আর্টিক্যালটি শেষ পর্যন্ত পড়তে হবে।

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
বিনামূল্যে শৌচালয়ের জন্য আবেদন করুন, এই সহজ উপায়ে

Awas Plus House List Online Check 2023

পদ্ধতি 1:-

  • প্রথম পদ্ধতিতে আপনাকে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে AwaasApp অ্যাপটি ইনস্টল করে নিতে হবে,
  • ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন,
  • ওপেন করার পর পারমিশন সব Allow করে দেবেন,
  • এরপর অনেকগুলি অপশন দেখতে পাবেন,
  • এরমধ্যে Beneficiary Login অপশনে ক্লিক করুন,
  • এরপর এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর বা মোবাইল নম্বর বা আধার নম্বর বা MGNREGA Job Card নম্বর অপশন দেখতে পাবেন,
  • আপনি আপনার মতো অপশন সিলেক্ট করুন, আমি এখানে মোবাইল নম্বর লিখে চেক করে দেখাচ্ছি,
  • মোবাইল নম্বর লিখে রাজ্য সিলেক্ট করুন,
  • এরপর স্কিম সিলেক্ট করতে হবে Pradhan Mantri Awaas Yojana Gramin
  • এরপর Submit বোতামে ক্লিক করে চেক করতে পারবেন যে আপনার নাম উঠেছে কিনা।
  • যদি Error দেখায় তাহলে কিছু দিন পর চেক করুন, কারণ সার্ভে হওয়ার পর আপডেট হতে সময় লাগে।
  • আবার, অনেকের মোবাইল নম্বর লিখে সাবমিট করার পর মোবাইলে OTP আসলে Login করে দেখবেন আপনার নাম উঠেছে কিনা।

পদ্ধতি 2:-

  • দ্বিতীয় পদ্ধতিতে চেক করার জন্য আপনাকে এর নতুন অফিসিয়াল ওয়েবসাইটে ( https://pmayg.nic.in/ ) আসতে হবে,
  • এরপর 3 ডটে ক্লিক করুন ,
  • এরপর Stakeholders অপশনে ক্লিক করে AwaasPlus Family Member Details অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে,
  • এখানে রাজ্য সিলেক্ট করুন,
  • এরপর 9 সংখ্যার AwasPlus ID লিখে Get Family Member Details অপশনে ক্লিক করে চেক করতে পারবেন যে আপনার নাম উঠেছে কিনা।
  • এই AwasPlus ID নম্বরটি কোথায় পাবেন? যখন সরকার থেকে আপনার বাড়িতে সার্ভে করতে এসেছিল, তখন আপনাকে একটি ফর্ম পূরণ করতে হয়েছিল, তখন আপনাকে AwasPlus ID নম্বর দেওয়া হয়েছিল, সেই নম্বরটি এখানে লিখে সার্চ করুন।

উপরের এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনার AwasPlus এ নাম এসেছে কিনা চেক করতে পারবেন।

Important Links

Official WebsiteClick Here
Join Telegram Channel Click Here

FAQ’s of Awas Plus List Check

How do I check my Awas plus list?

Visit the official new website of PM Awas Yojana-Gramin ( https://pmayg.nic.in/ ) ➡️ Click on 3 dot (if opened from mobile) ➡️ Then click on “Stakeholders” option and click on “AwaasPlus Family Member Details” option ➡️ After clicking, a new page will open ➡️ Then select your state ➡️ After that you can check if your name is available by entering the 9 digit AwasPlus ID and clicking on the Get Family Member Details option.

How do I get Awas plus ID?

Where to get AwasPlus ID number? When the government came to survey your home, you had to fill a form, you were given an AwasPlus ID number.

Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush