Airtel Payment Bank CSP Apply: এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি খুলে প্রচুর আয় করুন

Airtel Payment Bank CSP Apply: আপনি কি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি খুলে মাসে মাসে প্রচুর টাকা আয় করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।

আমরা আজকের এই প্রতিবেদনে Airtel Payment Bank CSP Apply করবেন কিভাবে তার সম্পূর্ন পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

Airtel Payment Bank CSP খোলার জন্য কি কি জিনিসের প্রয়োজন হবে

  • আপনার কাছে একটি নিজের বা ভাড়ায় দোকান থাকতে হবে,
  • একটি কম্পিউটার,
  • একটি প্রিন্টার,
  • ইনভার্টার থাকতে হবে,
  • ইন্টারনেট কানেকশন থাকতে হবে,
  • একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে হবে, ইত্যাদি।

রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন

Airtel Payment Bank CSP Apply করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড,
  • প্যান কার্ড,
  • ব্যাংক অ্যাকাউন্ট পাশবুক,
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট,
  • আবাসিক প্রমাণপত্র,
  • আয় প্রমাণপত্র,
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট,
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর,
  • পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।

Airtel Payment Bank CSP Apply পদ্ধতি জেনে নিন

স্টেপ 1 – লাপু নম্বর সংগ্রহ করুন:-

  • Airtel Payment Bank CSP খোলার জন্য সবার প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।
  • এরপর আপনার কাছে চাওয়া সমস্ত তথ্য প্রদান করে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • এরপর আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে।
  • সবশেষে, সবকিছু ঠিক থাকলে আপনাকে Airtel Lapu Number প্রদান করবে।

স্টেপ 2 – এয়ারটেল পেমেন্ট মিত্র অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে

  • Airtel Payment Bank CSP Apply করার জন্য আপনাকে আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে Airtel Payment Mitra App ইনস্টল করতে হবে,
  • এরপর অ্যাপটি ওপেন করতে হবে,
  • ওপেন করার পর আপনাকে Airtel Payment Bank অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর Be an Agent অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে যেখানে আপনাকে Airtel Lapu Number লিখে সাবমিট করতে হবে,
  • এরপর আধার নম্বর লিখে KYC কমপ্লিট করে সাবমিট করলে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর পাবেন।
  • এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক -এর পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

📌 Fino Bank CSP Apply: ফিনো ব্যাঙ্কের CSP/BC নিয়ে নিজের ব্যবসা শুরু করুন, প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় হবে

📌 পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন | Sukanya Samriddhi Yojana

📌 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

📌 বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin