Aadhar Card Update: আধার কার্ড আপডেট, না থাকলে পাবেন না প্রকল্পের টাকা! দেখুন আপডেট পদ্ধতি

Aadhar Card Update: আমরা সবাই জানি যে বর্তমানে অন্যান্য সব নথিগুলির মধ্যে আধার কার্ড হল অত্যন্ত গুরুত্বপূর্ন নথি। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্কুলে ভর্তি, ট্রেন, হোটেল টিকিট বুকিং ইত্যাদি কাজে এই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ন নথি। এক কথায় বলা যায় বর্তমান সময়ে আধার কার্ড ছাড়া অধিকাংশ কাজই অসম্ভব।

শুধু তাই নয়, যেকোনো প্রকল্পের টাকা এখন সরাসরি আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

ইতিমধ্যে আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করল UIDAI । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পরিচয় পত্র (Identity Proof) এবং ঠিকানার প্রমাণ (Address Proof) -এর নথিগুলি আধার কার্ডের তালিকাভুক্তির প্রতি 10 বছর অন্তর অন্তর 1 বার করে আপডেট করতে হবে সকলকেই। তাই আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আধার কার্ডের নথিগুলি আপডেট করবেন, তা নীচে বিস্তারিত আলোচনা করা হয়েছে –

ঘরে বসে মিনিটেই করুন নিজের আধার কার্ড সংশোধন

Aadhar Card Documents Update Process

  1. সবার প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in -এ আসতে হবে,
  2. এরপর লগইন অপশনে ক্লিক করে আধার কার্ড নাম্বার এবং ক্যাপচা কোড লিখে লগইন করুন,
  3. লগইন করতেই হোম পেজ চলে আসবে নিচে Documents Update অপশনে ক্লিক করুন,
  4. এরপর 2 বার Next বোতামে ক্লিক করুন,
  5. এবং পরবর্তী পেজে আপনার নাম, ঠিকানা, বয়স দেখতে পাবেন,
  6. এর ঠিক নিচে দুটি ডকুমেন্টস 2MB এর মধ্যে JPEG/PNG/Pdf File ফরম্যাটে আপলোড করুন,
  7. একটি পরিচয়পত্রের প্রমাণ অপরটি ঠিকানার প্রমান, এরপর Next বোতামে ক্লিক করুন,
  8. পরবর্তী পেজে অনলাইন পেমেন্ট জমা করুন,
  9. পেমেন্ট হয়ে গেলে আপনি Acknowledgement Slip পেয়ে যাবেন, সেটি ডাউনলোড করে বা প্রিন্ট করে রাখুন। সেখানে থাকা SRN Number দিয়ে পরবর্তীতে Update Status Check করতে পারবেন।

Note: 15 মার্চ, 2023 থেকে 14 জুন, 2023 তারিখ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন।

উপরের সমস্ত স্টেপগুলো ফলো করে আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন।

31 মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে, এই 20 টি জরুরি কাজ করতে পারবেন না

Update Status Check কিভাবে করবেন?

Update Status Check করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

  1. Update Status Check করার জন্য প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে আসতে হবে
  2. এরপর Login এর নীচে অনেকগুলি অপশন দেখতে পাবেন,
  3. এর মধ্যে Check Enrolment & Update Status অপশনে ক্লিক করুন,
  4. ক্লিক করার পর Enter Enrolment ID / SRN / URN এবং ক্যাপচা লিখে Submit বোতামে ক্লিক করুন,
  5. Submit বোতামে ক্লিক করলেই আপনি আপনার Aadhar Card Update Status দেখতে পাবেন।

উপরের স্টেপগুলো ফলো করে আপনি আপনার আধার কার্ডের আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন।

Quick Links

Official WebsiteClick Here
Join Our Telegram Channel Join Now
Direct Link To Aadhar Card Documents UpdateClick Here

আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin