Aadhar Card Complaint Online: আপনারও কি আপনার আধার কার্ড সংক্রান্ত কোনো অভিযোগ আছে, যার জন্য আপনি দ্রুত সমাধান চান, তাহলে সমস্ত আধার কার্ডধারীদের সমস্যা ও অভিযোগের সমাধান করার পদ্ধতি সম্পর্কে আমরা আপনাকে এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রদান করবো।
আমরা আপনাকে বলে রাখি যে, আপনার Aadhar Card Complaint Online করতে এবং আপনার Aadhar Card Complaint Status Check করতে আপনাকে কিছু তথ্য আপনার কাছে রাখতে হবে যাতে আপনি খুব সহজেই এই উভয় পরিষেবার সুবিধা পেতে পারেন।
Aadhar Card Complaint Online – Overview
✔️ প্রতিবেদনের নাম | Aadhar Card Complaint Online |
✔️ প্রতিবেদনের ধরন | Latest Update |
✔️ কারা অভিযোগ জানাতে পারবেন? | ভারতের সমস্ত আধার কার্ডধারী |
✔️ অভিযোগ জানানোর মাধ্যম? | অনলাইন |
✔️ অভিযোগের স্ট্যাটাস চেক করার মাধ্যম? | অনলাইন |
✔️ উভয় পরিষেবার ক্ষেত্রে ফি? | বিনামূল্যে |
✔️ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
West Bengal School Guidelines: আর ফাঁকিবাজি নয়, নতুন বছরের শুরুতে কড়া নিয়ম চালু হচ্ছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে
Aadhar Card Complaint Online করবেন কিভাবে?
- Aadhar Card Complaint Online করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে, যা নিম্নরূপ হবে –

- হোম পেজে আসার পর File a Complaint অপশনে ক্লিক করুন,
- এরপর Complaint Page / অভিযোগ পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –

- এখানে অভিযোগ ফর্মটি পূরণ করুন,
- এরপর Enter Complaint Type* অপশনে ক্লিক করে অভিযোগের টাইপ সিলেক্ট করতে হবে, যা নিম্নরূপ হবে –

- Complaint Type সিলেক্ট করতে হবে,
- এরপরে আপনাকে আপনার অভিযোগটি সংক্ষিপ্ত শব্দে লিখতে হবে এবং Submit অপশনে ক্লিক করুন,
- সাবমিট করার পর আপনার সামনে এই রকমের একটি নতুন পেজ খুলে আসবে –
- এখানে আপনার Complaint Number অর্থাৎ SRN Number নোট করে রাখুন, পরে এই নম্বর দিয়ে অভিযোগ স্ট্যাটাস চেক করতে পারবেন।
Aadhar Card Complaint Status Online Check
- Aadhar Card Complaint Status Online Check করার জন্য আপনাকে সবার প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,
- হোম পেজে আসার পর Check Complaint Status অপশনে ক্লিক করুন,
- এরপর একটি নতুন পেজ খুলে আসবে যা নিম্নরূপ হবে –

- এখন এখানে Complaint Number অর্থাৎ SRN Number লিখে Submit অপশনে ক্লিক করুন,
- এরপর আপনার অভিযোগের স্ট্যাটাস দেখতে পাবেন।
Important Links
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
Direct Link To Register Your Complaint | Click Here |
Direct Link To Check Complaint Status | Click Here |
বিনামূল্যে আরও ১ বছর রেশন পাবেন ৮০ কোটিরও বেশি মানুষ, বড় সিদ্ধান্ত কেন্দ্রেরk