Electricity Bill Payment Through PhonePe App: কিভাবে ফোনপে অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল জমা দেবেন?

Updated on:
Electricity Bill Payment Through PhonePe App

Electricity Bill Payment Through PhonePe App: নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের এই প্রতিবেদনে স্বাগতম। বর্তমানে অনলাইন মাধ্যম হওয়ার ফলে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিমেষেই যে কোনো কাজ অনলাইনে সেরে সম্ভব হয়েছে। সেটা হোক কোনো প্রকল্প, চাকরির জন্য আবেদন বা সেটা সেটা হোক মোবাইল রিচার্জ, গ্যাস বুক, টাকা ট্রান্সফার ইত্যাদি কাজ খুব সহজেই করা সম্ভব হয়েছে। তাই আমরা আজকের এই প্রতিবেদনে বলবো যে কিভাবে ফোনপে অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল দেবেন?

- Advertisement -

বিল জমা করার জন্য অনেক মোবাইল অ্যাপ রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে আমাদের সকলের খুবই পরিচিত অ্যাপ, সেটা হলো PhonePe App. তাই আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে বলবো যে কিভাবে PhonePe App দিয়ে আপনি বিদ্যুৎ বিল ( Electric Bill ) জমা করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনপে দিয়ে ইলেকট্রিক বিল জমা দেওয়ার সম্পূর্ন পদ্ধতি –

কিভাবে ফোনপে অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল জমা দেবেন ?

  1.  সবার প্রথমে আপনাকে PhonePe App ওপেন করতে হবে। (যদি না থাকে তবে প্লে স্টোর থেকে ইনস্টল করে, সেটআপ করে নিন)
  2. এরপর ফোনপে অ্যাপের হোমপেজ খুলে যাবে।
  3. এরপর হোমপেজে Recharge & Pay Bills সেকশনে বাল্বের ছবির সাথে Electricity লেখা দেখতে পাবেন, আপনাকে এটিতে ক্লিক করতে হবে।
  4. Electricity অপশনে ক্লিক করার পর, আপনার সামনে স্ক্রীনে বিভিন্ন বিদ্যুৎ বিভাগের অপশন আসবে।
  5. এখানে আপনাকে আপনার বিদ্যুৎ বিভাগ সিলেক্ট করতে হবে, যেখান থেকে আপনার বিদ্যুতের বিল আসে। (উদাহরণস্বরূপ – WBSEDCL, CESC, etc.)
  6. বিদ্যুৎ বিভাগ সিলেক্ট করার পর আপনার বিদ্যুৎ বিলে দেওয়া Consumer ID এখানে লিখতে হবে এবং যদি মোবাইল নাম্বার চায় তাহলে মোবাইল নাম্বার লিখে দেবেন।
  7. এরপর আপনাকে নীচের Confirm বোতামে ক্লিক করতে হবে।
  8. এরপর আপনার সামনে আপনার Bill Amount শো হবে।
  9. এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করে PAY BILL বোতামে ক্লিক করতে হবে।
  10. PAY BILL বোতামে ক্লিক করার পর পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে,
  11. এরপর PAY অপশনে ক্লিক করলেই আপনার বিদ্যুৎ বিল জমা হয়ে যাবে।

বিদ্যুৎ অফিসে লম্বা লাইন দেওয়ার ঝঞ্জাট শেষ, ঘরে বসে আপনি নিজেই জমা করুন আপনার বিদ্যুৎ বিল

- Advertisement -
Meesho App থেকে আয় করুন মাসে 20 থেকে 25 হাজার টাকা, জানুন কিভাবে?

Important Links

Download PhonePe AppDownload
Join Our Telegram ChannelJoin Now

PAN Card New Portal Launch : এখন প্যান কার্ডের সমস্ত কাজ করতে পারবেন একটাই অ্যাপে, জানুন বিস্তারিত

- Advertisement -
Sauchalay Online Registration 2022: ফ্রি শৌচালয়ের জন্য আবেদন করুন, এইভাবে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush