১) প্রশ্নঃ IST ও GMT এর মধ্যে সময়ের পার্থক্য কত?
ক. ৬ ঘণ্টা ৩০ মিনিট
খ. ২ ঘণ্টা ৩০ মিনিট
গ. ৫ ঘণ্টা ৩০ মিনিট
ঘ. ৪ ঘণ্টা ৩০ মিনিট
উত্তরঃ ৫ ঘণ্টা ৩০ মিনিট
২) প্রশ্নঃ স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে ‘শের-ই-পাঞ্জাব’ নামে পরিচিত?
ক. ভগৎ সিং
খ. লালা লাজপত রায়
গ. বল্লভ ভাই প্যাটেল
ঘ. লালা হরদয়াল
উত্তরঃ লালা লাজপত রায়
৩) প্রশ্নঃ World Elephant Day কবে পালন করা হয়?
ক. ১২ আগস্ট
খ. ১৮ আগস্ট
গ. ১০ সেপ্টেম্বর
ঘ. ১২ মার্চ
উত্তরঃ ১২ আগস্ট
৪) প্রশ্নঃ বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
ক. ফুটবল
খ. হকি
গ. ক্রিকেট
ঘ. ভলিবল
উত্তরঃ হকি
৫) প্রশ্নঃ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
ক. দাফাবুম
খ. গুরুশিখর
গ. দোদাবেতা
ঘ. ধূপগড়
উত্তরঃ দোদাবেতা
৬) প্রশ্নঃ বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক –
ক. প্যারীচাঁদ মিত্র
খ. রামানন্দ চট্টোপাধ্যায়
গ. জেমস অগাস্টাস হিকি
ঘ. এদের কেউই নন
উত্তরঃ জেমস অগাস্টাস হিকি
৭) প্রশ্নঃ ওজোন গ্যাসের সংকেত কি?
ক. O2
খ. O3
গ. NO2
ঘ. কোনটি নয়
উত্তরঃ O3
৮) প্রশ্নঃ কিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
ক. দাবা
খ. হকি
গ. ফুটবল
ঘ. বেসবল
উত্তরঃ দাবা
৯) প্রশ্নঃ Solar System এর আবিষ্কারক কে?
ক. মিন্ট
খ. কারেন্ট ওয়ার্ল্ড
গ. কোপার্নিকাস
ঘ. এদের মধ্যে কেউই নন
উত্তরঃ কোপার্নিকাস
১০) প্রশ্নঃ সম্ভর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. পশ্চিমবঙ্গ
খ. মহারাষ্ট্র
গ. রাজস্থান
ঘ. ওড়িশা
উত্তরঃ রাজস্থান
১১) প্রশ্নঃ মহারাষ্ট্রে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
ক. বাবাসাহেব আম্বেদকর
খ. জ্যোতিবা ফুলে
গ. আত্মারাম পান্ডুরঙ্গ
ঘ. গোপাল বাবা ওয়ালা
উত্তরঃ জ্যোতিবা ফুলে
১২) প্রশ্নঃ কত সালে ভাস্কোদাগামা ভারতে আসেন?
ক. ১৪৯৮ সালে
খ. ১৩৯৮ সালে
গ. ১৩৯৬ সালে
ঘ. ১৪৯৯ সালে
উত্তরঃ ১৪৯৮ সালে
১৩) প্রশ্নঃ হিমালয় হলো ____ এর উদাহরণ?
ক. প্রাচীন মাউন্টেনস
খ. ফোল্ড মাউন্টেনস
গ. ব্লক মাউন্টেনস
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ ফোল্ড মাউন্টেনস
১৪) প্রশ্নঃ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়, তখন ভারতের সম্রাট কে ছিলেন?
ক. বাবর
খ. হুমায়ূন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ আকবর
১৫) প্রশ্নঃ এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়?
ক. হিমাচল প্রদেশ
খ. অন্ধ্রপ্রদেশ
গ. উত্তরপ্রদেশ
ঘ. অরুণাচল প্রদেশ
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –