রাজ্যের হোস্টেলে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ | WB School Hostel Recruitment 2023

WB School Hostel Recruitment 2023 :- রাজ্যের সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। দক্ষিণ দিনাজপুরের একটি বিদ্যালয়ে আবাসিক হোস্টেলে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন এই নিয়োগের বিস্তারিত তথ্য।

Advertisement No.5307/BDO Hili
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ২৭.০৯.২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটddinajpur.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WB School Hostel Recruitment 2023

পদের নাম

  • Female Hostel Superintendent

মোট শূন্যপদের সংখ্যা

এই মোট ১ টি (UR) শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ অথবা সমতুল্য পরীক্ষায় পাশ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবাসিক হোস্টেলে থেকেই কাজ করতে হবে নিযুক্ত প্রার্থীকে। সেইসাথে সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে।

বয়স সীমা

বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীকে প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

❖  Related Articles

কিভাবে আবেদন করবেন? 

আবেদন করতে হবে অফলাইনে। আবেদনের জন্য নিজের বায়োডাটা সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Block Development Officer, Hilli Development Block, Hilli, Dakshin Dinajpur

নির্বাচন প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা (৯০ নম্বর)
  • ইন্টারভিউ (১০ নম্বর)

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৯.২০২৩
আবেদন শুরু১২.০৯.২০২৩
আবেদন শেষ২৭.০৯.২০২৩
লিখিত পরীক্ষার তারিখ০৮.১০.২০২৩
অ্যাডমিট কার্ড প্রকাশ০৩.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটddinajpur.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin