শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই মিলবে চাকরি রাজ্য সড়ক দপ্তরে, নিয়োগ হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে

রাজ্য সড়ক দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ! শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই মিলবে চাকরি

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। রাজ্যের আলিপুরদুয়ার জেলাতে কেন্দ্রীয় সরকারের NHAI প্রজেক্টের জন্য দুটি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।

পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন (WB NHAI Project DEO Recruitment 2023) লিঙ্কগুলি দেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন, তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Advertisement No.
নিয়োগকারী সংস্থা/ বোর্ডOffice of the District Magistrate, Alipurduar
আবেদন মাধ্যমঅফলাইন (ইন্টারভিউ)
ইন্টারভিউর তারিখ৬ অক্টোবর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটalipurduar.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WB NHAI Project DEO Recruitment 2023

পদের নাম

  • Data Entry Operator

মোট শূন্যপদের সংখ্যা

এই সব মিলিয়ে মোট ২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে নূন্যতম ১ বছরের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হিসাব করা হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন?

এখানে আলাদা করে অনলাইনে বা অফলাইনে কোনো আবেদন ফর্ম পূরণ করে আবেদন জমা করতে হবে। সরাসরি ইন্টারভিউয়ের দিন নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং নিজের দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে করে নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ স্থান –

ইন্টারভিউ স্থান

Bhumi Conference Hall, Room No- 402, 4th floor, Dooars Kanya, Alipurduar

ইন্টারভিউর তারিখ ও সময়

ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, ২০২৩ তারিখ 11 A.M. থেকে 2 P.M. পর্যন্ত

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • নিজের আধার কার্ড/ ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
  • কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট
  • অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে

নির্বাচন প্রক্রিয়া

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (WB NHAI Project DEO Recruitment 2023)

বিজ্ঞপ্তি প্রকাশিত২১.০৯.২০২৩
ইন্টারভিউর তারিখ০৬.১০.২০২৩
ইন্টারভিউর সময়11 A.M. to 2 P.M.

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটalipurduar.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

আরও পড়ুন »

Leave a Comment

JoinJoin