চাকরিপ্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। সম্প্রতি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ন চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে আগামী ৫ অক্টোবর ২০২৩ তারিখে ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো। (UBKV Recruitment 2023)
Advertisement No. | UBKV/DR-405 |
নিয়োগকারী সংস্থা/ বোর্ড | Uttar Banga Krishi Viswavidyalaya (UBKV) |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউর তারিখ | ০৫.১০.২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ubkv.ac.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
UBKV Recruitment 2023
পদের নাম
- Research Fellow
মোট শূন্যপদের সংখ্যা
এই পদে মোট ১ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Agricultural Entomology বিষয়ে M.Sc. পাশ হতে হবে। তবে উক্ত বিষয়ে রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অপারেশন এর জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা
০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇
বেতন
এই পদে নিযুক্ত প্রার্থীকে প্রতিমাসে ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
কি ভাবে আবেদন করবেন? (UBKV Recruitment 2023)
ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীদের নিজের বায়োডাটা এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় নথিপত্রের ২ কপি করে জেরক্স করে নিয়ে তাতে Gazette Officer / Head of the Institution/ Self Attested করে সমস্ত নথি একত্রিত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- নিজের বায়োডাটা
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
- ২ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
- SC/ ST/ OBC সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
নির্বাচন প্রক্রিয়া (UBKV Recruitment 2023)
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের স্থান
Chamber of the Director of Research, Uttar Banga Krishi Viswavidyalaya, Pundibari, Coochbehar
ইন্টারভিউয়ের তারিখ ও সময়
চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য আগামী ০৫.১০.২০২৩ তারিখ দুপুর ১২ টায় ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৬.০৯.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ০৫.১০.২০২৩ |
ইন্টারভিউর সময় | দুপুর ১২ টা |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (UBKV Recruitment 2023)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.ubkv.ac.in |
🔥 হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »