Food SI General Knowledge- ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – কে বলেছিলেন?

স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার?

General Knowledge Quiz: সরকারি হোক আর বেসরকারি যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Knowledge বা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ উভয় ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। তাই আপনিও যদি চাকরির পরীক্ষায় বাজিমাত করতে চান তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর গুলি জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ জলপেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
ক. দার্জিলিং
খ. জলপাইগুড়ি
গ. উত্তর দিনাজপুর
ঘ. নদিয়া

উত্তরঃ জলপাইগুড়ি

২) প্রশ্নঃ বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
ক. ১৬ সেপ্টেম্বর
খ. ২৭ সেপ্টেম্বর
গ. ১১ জুলাই
ঘ. ১০ ডিসেম্বর

উত্তরঃ ২৭ সেপ্টেম্বর

৩) প্রশ্নঃ ভলিবলে কতজন খেলোয়াড় লাগে?
ক. ৫ জন
খ. ৬ জন
গ. ৮ জন
ঘ. ১০ জন

উত্তরঃ ৬ জন

৪) প্রশ্নঃ ভারতের কোন শিল্পে সবচেয়ে বেশি লাগে?
ক. লৌহ শিল্পে
খ. মোবাইল ইঞ্জিনিয়ারিং শিল্পে
গ. কার্পাস শিল্পে
ঘ. চা শিল্পে

উত্তরঃ কার্পাস শিল্পে

৫) প্রশ্নঃ পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?
ক. ফরমিক অ্যাসিড
খ. সাইট্রিক অ্যাসিড
গ. টারটারিক অ্যাসিড
ঘ. ম্যালিক অ্যাসিড

উত্তরঃ ফরমিক অ্যাসিড

৬) প্রশ্নঃ ডোলড্রাম হল –
ক. নিম্ন আর্দ্রতাযুক্ত অঞ্চল
খ. নিম্ন উষ্ণতাযুক্ত অঞ্চল
গ. নিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
ঘ. নিম্ন চাপযুক্ত অঞ্চল

উত্তরঃ নিম্ন চাপযুক্ত অঞ্চল

৭) প্রশ্নঃ কোথাকার চিত্রকলা পাহাড়ি শিল্পকলা নামে পরিচিত?
ক. রাজপুতানা
খ. কাশ্মীরি
গ. পাঞ্জাবের কাংড়া
ঘ. গুজরাতি

উত্তরঃ গুজরাতি

৮) প্রশ্নঃ দীনদয়াল পোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. পশ্চিমবঙ্গে
খ. গুজরাটে
গ. মহারাষ্ট্রে
ঘ. মধ্য প্রদেশে

উত্তরঃ পশ্চিমবঙ্গে

আরও পড়ুন » পূর্ব মেদিনীপুর জেলায় আশা কর্মী নিয়োগ

৯) প্রশ্নঃ অলিম্পিক গেমস-এর লক্ষ্য কি?
ক. খেলা শিল্প, শক্তিশালী
খ. দ্রুততর, উচ্চতর ও আরো শক্তিশালী
গ. উচ্চতর, দ্রুততর শিল্প
ঘ. উচ্চতর, দ্রুততর, এগিয়ে চলো

উত্তরঃ দ্রুততর, উচ্চতর ও আরো শক্তিশালী

১০) প্রশ্নঃ ম্যালেরিয়া সৃষ্টিকারী অনুজীবটি কোনটি?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. আদ্যপ্রাণী
ঘ. ছত্রাক

উত্তরঃ আদ্যপ্রাণী

১১) প্রশ্নঃ রেশম গুটি চাষ করতে কোন গাছ ব্যবহৃত হয়?
ক. ওক
খ. কৃষ্ণ বর্ণ কাষ্ট
গ. তুঁত
ঘ. টিকা

উত্তরঃ তুঁত

১২) প্রশ্নঃ ‘গান্ধার’রা কোথাকার অধিবাসী ছিল?
ক. গুজরাত
খ. মহারাষ্ট্র
গ. কাশ্মীর
ঘ. তক্ষশীলা

উত্তরঃ তক্ষশীলা

১৩) প্রশ্নঃ কোচবিহার জেলাটি আগে কোন রাজ্যের অংশ ছিল?
ক. কলিঙ্গ
খ. অঙ্গ
গ. প্রাক জ্যোতিষপুর
ঘ. কামরূপ

উত্তরঃ কামরূপ

১৪) প্রশ্নঃ থার্মোফ্লাক্সের চকচকে অংশটি কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন করে?
ক. শোষণ
খ. বিকিরণ
গ. পরিবহন
ঘ. পরিচলন

উত্তরঃ বিকিরণ

Bal Gangadhar Tilak General Knowledge MCQ

১৫) প্রশ্নঃ ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – কে বলেছিলেন?
ক. নেতাজি সুভাষচন্দ্র বসু
খ. লালা লাজপত রায়
গ. বিপিনচন্দ্র পাল
ঘ. বাল গঙ্গাধর তিলক

উত্তরঃ বাল গঙ্গাধর তিলক

Leave a Comment

JoinJoin