WBPSC General Knowledge: বলতে পারবেন, ইংরেজরা তাদের প্রথম কারখানাটি ভারতের কোথায় স্থাপন করেছিল?

Published on:
WBPSC General Knowledge

ভারতের কোথায় ইংরেজরা তাদের প্রথম কারখানা স্থাপন করেন?

WBPSC General Knowledge: আজকাল সাধারণ জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এসএসসি, ব্যাংকিং এবং রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বেশি করা হয়। সুতরাং আপনি যদি এই ধরণের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আপনাকে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) এবং সাধারণ জ্ঞান (General Knowledge) -এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত। কিছু অজানা প্রশ্নের উত্তরগুলি নিয়ে আসা হয়েছে আজকের এই প্রতিবেদন।

- Advertisement -

১) প্রশ্নঃ নিচের কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়?
[A] গ্রানাইট
[B] পিট
[C] চুনাপাথর
[D] শেল

উত্তরঃ চুনাপাথর

- Advertisement -

২) প্রশ্নঃ কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটার মঞ্চের নাম কী?
[A] স্টার থিয়েটার
[B] কালিকা থিয়েটার
[C] বেঙ্গল থিয়েটার
[D] মিনার্ভা থিয়েটার

- Advertisement -

উত্তরঃ বেঙ্গল থিয়েটার

৩) প্রশ্নঃ শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কি ছিল?
[A] দেওয়ার-ই-খাস
[B] রমাল্লা
[C] মুন্সেফ
[D] ওয়ামির

উত্তরঃ ওয়ামির

৪) প্রশ্নঃ মুঘল সম্রাট বাবর যখন দিল্লি অধিকার করেন তখন বাংলার শাসক কে ছিলেন?
[A] হুসেন শাহ
[B] ইলিয়াস শাহ
[C] নসরৎ শাহ
[D] সিকন্দর শাহ

উত্তরঃ নসরৎ শাহ

৫) প্রশ্নঃ ভিটামিন K শরীরের কীসের ওপর ক্রিয়া করে?
[A] হাড়
[B] চোখ
[C] হৃৎপিণ্ড
[D] রক্ত

উত্তরঃ চোখ

৬) প্রশ্নঃ ‘দানসাগর’ গ্রন্থটি কে রচনা করেন?
[A] বিদ্যাসাগর
[B] রাজা হর্ষবর্ধন
[C] রাজা বল্লাল সেন
[D] রাজা ভীমসেন

উত্তরঃ রাজা বল্লাল সেন

৭) প্রশ্নঃ মাছি কোন রোগ ছড়ায়?
[A] টাইফয়েড
[B] সর্দি-কাশি
[C] ম্যালেরিয়া
[D] ইনফ্লুয়েঞ্জা

উত্তরঃ ইনফ্লুয়েঞ্জা

৮) প্রশ্নঃ বোলপুর কোন নদীর তীরে অবস্থিত?
[A] জলঙ্গি
[B] তোর্সা
[C] কোপাই
[D] অজয়

উত্তরঃ কোপাই

৯) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন স্থান ‘রাঙা মাটির দেশ’ নামে খ্যাত?
[A] রাঢ় অঞ্চল
[B] মালভূমি অঞ্চল
[C] তারাই অঞ্চল
[D] গঙ্গার ব-দ্বীপ অঞ্চল

উত্তরঃ রাঢ় অঞ্চল

১০) প্রশ্নঃ টিভি চালাতে গেলে ‘Remote Control’ দিয়ে নিচের কোন তরঙ্গ ব্যবহার করা হয়?
[A] আলোক তরঙ্গ
[B] শব্দ তরঙ্গ
[C] বেতার তরঙ্গ
[D] মাইক্রোওয়েভ তরঙ্গ

উত্তরঃ আলোক তরঙ্গ

আরোও পড়ুন » General Knowledge – বলুন তো কোন শহরকে ‘ভারতের প্যারিস’ বলা হয়? জেনে নিন ১৫ টি গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর।

১১) প্রশ্নঃ নিচের কোনটি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র?
[A] ভেগা
[B] রাইট কেন্ট
[C] সিরাস
[D] ক্যানোপাস

উত্তরঃ সিরাস

১২) প্রশ্নঃ NCC প্রতিষ্ঠা করেন কে?
[A] মহাত্মা গান্ধী
[B] সুভাষচন্দ্র বসু
[C] উইলিয়াম কেরী
[D] পন্ডিত হৃদয়নাথ কুঞ্জুরু

উত্তরঃ পন্ডিত হৃদয়নাথ কুঞ্জুরু

১৩) প্রশ্নঃ ভারতে মোট কতগুলি জেলা আছে?
[A] ৬৩৫ টি
[B] ৭৬৬ টি
[C] ৬১০ টি
[D] ৫৪০ টি

উত্তরঃ ৭৬৬ টি

১৪) প্রশ্নঃ পাখির ওড়া নিউটনের কোন গতিসুত্রকে সমর্থন করে?
[A] প্রথম গতিসুত্র
[B] দ্বিতীয় গতিসুত্র
[C] তৃতীয় গতিসুত্র
[D] প্রথম ও দ্বিতীয় গতিসূত্র

উত্তরঃ তৃতীয় গতিসুত্র

১৫) প্রশ্নঃ ইংরেজরা তাদের প্রথম কারখানাটি ভারতের কোথায় স্থাপন করেছিল?
[A] বোম্বাই
[B] সুতানুটি
[C] সুরাট
[D] মাদ্রাজ

উত্তরঃ সুরাট

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush