রাজ্যে DM অফিসে গ্রুপ-সি অ্যাকাউন্ট্যান্ট কর্মী নিয়োগ | WB Group C Recruitment 2022

WB Group C Recruitment 2022: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ নিয়োগের সুসংবাদ। DM তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগে গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ (WB Group C Recruitment 2022) করা হবে। নিয়োগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে এই সুযোগকে দ্রুত কাজে লাগিয়ে ফেলুন। আসুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

আবেদন পদ্ধতি (WB Group C Recruitment 2022)

এই নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আলাদা করে আবেদন করার দরকার নেই, সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন।

  1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করুন। (নীচে আবেদনপত্র / ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে)
  2. আবেদনপত্রটি ডাউনলোড করার পর একটি সাদা A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিন।
  3. তারপর, নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে যত্ন সহকারে পূরণ করুন।
  4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, কাস্ট, ঠিকানা ইত্যাদি তথ্য লিখুন।
  5. ফর্মে পাসপোর্ট সাইজের রঙিন ফটো যুক্ত করে সাক্ষর করুন।
  6. সবশেষে এগুলি নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে গিয়ে আবেদন করুন এবং ইন্টারভিউয়ে অংশগ্রহণ করুন।

ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

  1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড / বার্থ সার্টিফিকেট
  2. সকল শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড / আধার কার্ড
  4. ফটো আইডি কার্ড হিসেবে উপরের দুটো ডকুমেন্টের মধ্যে একটি।
  5. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)
  6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

পদের নাম

রাজ্যে এই সরকারি নিয়োগের মধ্য দিয়ে গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ (WB Group C Recruitment 2022) করা হচ্ছে। এই নিয়োগে আবেদনকারী চাকরিপ্রার্থীদের রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসগুলিতে হিসাবরক্ষক তথা অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

প্রার্থীর বয়সসীমা

এক্ষেত্রে বয়স 01/10/2022 অনুযায়ী 65 বছরের নিচে যেকোনো প্রার্থী অনায়াসে এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন

কর্মীদের মাসে মোটামুটি একটি ভালো অঙ্কের টাকা বেতন হিসেবে দেওয়া হবে। সেক্ষেত্রে চাকরিতে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন শুরু হচ্ছে 12,000/- টাকা।

নিয়োগ পদ্ধতি

আগেই বলা হয়েছে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের সার্বিকভাবে যাচাই করে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে সরাসরি নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও আবেদনের সময়সীমা

আগামী 10/11/2022 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বেলা 11.30 মিনিট থেকে। তাই যারা এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে চান তারা আগামী 10/11/2022 তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিসে পৌঁছে যাবেন।

নীচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানে নিয়োগের আবেদনপত্র এবং ইন্টারভিউয়ের স্থান দেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিক পাশে জেলায় জেলায় বন্ধন ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, বেতন 20,700 টাকা | Bandhan Bank Recruitment 2022

Official WebsiteClick Here
Official NotificationDownload Now
Join Telegram ChannelJoin Now

আবেদন করলেই পাবেন 40 হাজার টাকার স্কলারশিপ, আর দেরি না করে এক্ষুনি আবেদন করুন – New Scholarship 2022

TATA Group Recruitment 2022 – টাটা কোম্পানীতে বিভিন্ন পদে স্থায়ী কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

PF Withdrawal Process 2022 – অনলাইনে পিএফের টাকা কিভাবে তুলবেন, জানুন সহজ উপায়

Voter Card Aadhaar Link West Bengal 2022: ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin