পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের উত্তর দিনাজপুর জেলার District Magistrate (DM) অফিসের তরফে সম্প্রতি একটি নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদন থেকে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে জেনে নিন।
Advertisement No. | 1064/DM/SW/UD/Recruitment/2023 |
নিয়োগকারী সংস্থা | Office Of The District Magistrate & Collector, Uttar Dinajpur |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৩১ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | uttardinajpur.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Uttar Dinajpur DM Office Recruitment 2023
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
Posts for Boy’s unit –
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Officer-in-charge | ১ টি |
Counsellor | ১ টি |
Child Welfare Officer (CWO) / Case Worker/ Probation Officer | ১ টি |
House Mother/ Father | ১ টি |
Para Medical Staff | ১ টি |
Store Keeper cum Accountant | ১ টি |
Cook | ১ টি |
Helper-cum-Night Watchman (Erstwhile Helper) | ১ টি |
House Keeper | ১ টি |
মোট শূন্যপদের সংখ্যা | ৯ টি |
Posts for Girl’s unit –
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Officer-in-charge | ১ টি |
Counsellor | ১ টি |
Child Welfare Officer (CWO) / Case Worker/ Probation Officer | ১ টি |
House Mother/ Father | ১ টি |
Para Medical Staff | ২ টি |
Cook | ১ টি |
House Keeper | ১ টি |
মোট শূন্যপদের সংখ্যা | ৮ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ুন।
বয়স সীমা
এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রাখা হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ুন।
বেতন
নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- টাকা থেকে ৩৩,১০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ ইন্টারভিউয়ে পাশ করলে রাজ্যের পৌরসভায় মিলবে চাকরি
কিভাবে (Uttar Dinajpur DM Office Recruitment 2023) আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে www.apply.suryodayadds.in/form এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফর্ম ভালোভাবে পূরণ করতে হবে। সবশেষে, সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২.০৮.২০২৩ |
আবেদন শুরু | ০৩.০৮.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | uttardinajpur.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 মাসিক ২৪ হাজার টাকা বেতনে ECIL দপ্তরে চাকরির সুযোগ