KMC Medical Officer Recruitment 2023 : চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি সেই মর্মে KMC এর তরফে মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | H/03/KMC/2023-24 |
নিয়োগকারী সংস্থা | KMC |
আবেদন মাধ্যম | অফলাইন (ইন্টারভিউ) |
ইন্টারভিউ তারিখ | ২৯ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.kmcgov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
KMC Medical Officer Recruitment 2023
পদের নাম
- Medical Officer
মোট শূন্যপদের সংখ্যা
এই পদে মোট ২৬ টি শূন্যপদ রয়েছে। [UR – ২ টি, SC – ১২ টি, ST – ৪ টি, OBC(A) – ৪ টি, OBC(B) – ৪ টি]
শিক্ষাগত যোগ্যতা
MCI স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী করা থাকতে হবে। সেই সঙ্গে ১ বছরের ইন্টার্নশিপ করে থাকা আবশ্যক এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে আবেদনকারীর।
বয়স সীমা
০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৬৭ বছর বয়সের মধ্যে হতে হবে।
বেতন
এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ৬০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ কলকাতা পুলিশে SI ও সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি
কিভাবে (KMC Medical Officer Recruitment 2023) আবেদন করবেন?
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তি শেষ পাতায় থাকা আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, নিজের সাম্প্রতিক বায়োডাটা, নিজের পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর ঠিকানা
Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N. Banerjee Road, Kolkata - 700013
ইন্টারভিউর তারিখ ও সময়
২৯ আগস্ট, ২০২৩, সকাল ১১.৩০ টার সময়।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট)
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- পরিচয়পত্র (ভোটার কার্ড/ পাসপোর্ট)
- ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট)
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + ফর্ম | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.kmcgov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 মাসিক ২৪ হাজার টাকা বেতনে ECIL দপ্তরে চাকরির সুযোগ