BECIL – এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতি মাসে বেতন 25 হাজার টাকা

কেন্দ্র সরকারের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখে নিন নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে।

Advertisement No. –  BECIL/MR-Project/1/CNCI/Advt.2023/268

পদের নাম – Radiotherapy Technician

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে যেকোনও যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে Radiotherapy Technology -তে B.Sc করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন – এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে বেতন প্রতিমাসে 25,000 টাকা দেওয়া হবে।

আরও পড়ুন – মাধ্যমিক পাশে একাধিক কর্মী নিয়োগ, আবেদন করুন এক্ষুনি

পদের নাম – Sr. Radiotherapy Technician

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে যেকোনও যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে Radiotherapy Technology -তে B.Sc করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন – এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে বেতন প্রতিমাসে 60,000 টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি –

  • আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
  • নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Career পেজে যেতে হবে।
  • তারপর Advertisement No সিলেক্ট করতে হবে।
  • বেসিক ডিটেইলস দিতে হবে।
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার তথ্য পূরণ করতে হবে।
  • প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন ফি – General/OBC/ESM/Women প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 885 টাকা এবং SC/ST/EWS/PH প্রার্থীদের ক্ষেত্রে 531 টাকা আবেদন ফি দিতে হবে।

আবেদনের শেষ তারিখ – প্রার্থীদের আবেদন করতে হবে 22.02.2023 তারিখের মধ্যে।

ইন্টারভিউয়ের তারিখ – 27.02.2023 (Reporting Time- 10:00 am)

ইন্টারভিউয়ের স্থান – Chittaranjan National Cancer Institute (CNCI) Kolkata, Street No.299, DJ Block, Action Area-1, Newtown, Kolkata-700156

আরও পড়ুন – রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ, বেতন কত?

Official NoticeDownload
Official WebsiteClick Here
Join Our WhatsApp GroupJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin