স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন সম্পূর্ন পদ্ধতি।

Updated on:
Swami Vivekananda Scholarship Status Check Online

রাজ্যের পড়ুয়ারা যেসমস্ত স্কলারশিপ পেয়ে থাকেন তাদের মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। এই স্কলারশিপ অনেকেই বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhavan Scholarship) নামেও জানেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়।

- Advertisement -

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছেন তা সম্পূর্ন হয়েছে কিনা এবং স্কলারশিপের টাকা কবে পাবেন, তা জানতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাস চেক (Swami Vivekananda Scholarship Status Check Online) করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক স্ট্যাটাস চেক করার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Swami Vivekananda Scholarship 2023 – আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন।

- Advertisement -

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করার প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/ -এর হোম পেজে যেতে হবে।

- Advertisement -

২) এরপর Application Login অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর Applicant id এবং Password লিখে লগইন করতে হবে।

৪) লগইন করার পর আপনার আবেদন সংক্রান্ত তথ্য এবং স্ট্যাটাস চলে আসবে।

৫) Track Application অপশনে ক্লিক করলে আবেদনের সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন।

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, আপনি কবে টাকা পাবেন এই পদ্ধতিতে চেক করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush