গ্রামীণ শৌচালয় নতুন লিস্ট 2023, ১২ হাজার টাকা পাবেন। আপনার নাম দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে অনেকগুলি জন-কল্যাণমূলক প্রকল্প কার্যকরী হয়েছে। তার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) । এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার ভারতের সকল দরিদ্র পরিবারদের জন্য বিনামূল্যে শৌচাগারের ব্যবস্থা করে থাকে। এই প্রকল্পটির নাম হল Gramin Sauchalay Yojana । এই প্রকল্পের মাধ্যমে ভারতের দরিদ্র পরিবার শৌচালয় নির্মাণের জন্য ১২,০০০ টাকা পেয়ে থাকে।

যদি আপনি শৌচালয়ের জন্য আবেদন করে থাকেন, তাহলে দেখে নিন লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে কিনা। আর যদি এখনো পর্যন্ত শৌচালয়ের জন্য আবেদন করে না থাকেন, তাহলে অনলাইনে শৌচালয়ের জন্য আবেদন করুন এখানে ক্লিক করে

গ্রামীণ শৌচালয় নতুন লিস্ট 2023 (Swachh Bharat Mission Gramin Toilet List)

Swachh Bharat Mission Gramin Toilet List | Gramin Toilet Online Application Status Check | swachh bharat mission gramin toilet list status check

নিচের স্টেপ গুলি ফলো করে গ্রামীণ শৌচালয়ের নতুন লিস্টে আপনার নাম রয়েছে কিনা চেক করুন –

  1. সবার প্রথমে আপনাকে eGramSwaraj -এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
  2. এরপর নিচে Reports  সেকশনের মধ্যে থাকা Centre Sponsored Schemes Data অপশনে ক্লিক করুন,
  3. পরবর্তী পেজে Beneficiary Data Integeration (Push Approach) অপশনে ক্লিক করুন,
  4. এরপর Beneficiary Report থেকে Financial Year এবং Scheme – Swachh Bharat Mission সিলেক্ট করুন,
  5.  এরপর Village Panchayat & Equivalent অপশনে ক্লিক করুন,
  6. ক্লিক করার পর আপনার রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতেই লিস্ট চলে আসবে,
  7.  অবশেষে দেখে নিন লিস্টে আপনার নাম রয়েছে কিনা।

আমাদের এই প্রতিবেদনটি আপনার জন্য যদি সহায়ক হয়ে থাকে তবে আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। 

Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

PM Kisan New Registration 2023: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন করুন এই পদ্ধতিতে

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now
Direct Link to check Toilet ListClick Here

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin