পশ্চিমবঙ্গে কল্যাণী AIIMS-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ওয়ার্কার নিয়োগ

ফের পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী AIIMS-এ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে ০৬ মে ২০২৩ তারিখ পর্যন্ত। আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন , শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisement No.309/AIIMS/Kalyani/AK/Extramural/DHR-GIA2022-2104/001
নিয়োগকারী সংস্থাAll India Institute of Medical Sciences, Kalyani
পদের নামField Worker, Laboratory Assistant
মোট শূন্যপদ০২ টি।
বেতন (₹)২৪,৪৬২ টাকা ও ২১,৫৫০ টাকা
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৬ মে, ২০২৩
অফিসিয়াল সাইটaiimskalyani.edu.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Kalyani AIIMS Field Worker and Laboratory Assistant Recruitment 2023

১) পদের নাম– Field Worker

মোট শূন্যপদ– ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত সংস্থাতে ১ বছরের অথবা সরকারি সংস্থায় ২ বছরের ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে।

*যদি B.Sc ডিগ্রি করা থাকে তবে তা ৩ বছরের অভিজ্ঞতার সমান ধরা হবে।

বয়সসীমা– প্রার্থীর বয়স যেন ৩০ বছরের বেশি না হয়। বয়স হিসাব করতে হবে ০৬.০৫.২০২৩ তারিখ অনুযায়ী।

মাসিক বেতন– ২৪,৪৬২ টাকা দেওয়া হবে।

কল্যাণী AIIMS-এ প্রচুর নার্সিং অফিসার নিয়োগ, অনলাইন আবেদন চলবে ৫ মে পর্যন্ত

২) পদের নাম– Laboratory Assistant

মোট শূন্যপদ– ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে ৫ বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ITI প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

*যদি সায়েন্স সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক এবং B.Sc ডিগ্রি করা থাকে তবে পাঁচ বছরের অভিজ্ঞতার সমান ধরা হবে।

বয়সসীমা– প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০৬.০৫.২০২৩ তারিখ অনুযায়ী।

মাসিক বেতন– ২১,৫৫০ টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ ইমেইলের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির ৪ নং পাতায় থাকা আবেদনপত্র প্রিন্ট করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে একটি PDF ফাইল বানিয়ে তা নীচে দেওয়া ইমেইল অ্যাড্রেসে ইমেইল করতে হবে।

ইমেইল পাঠাবার ঠিকানা

[email protected]

নিয়োগ প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন প্রক্রিয়া চলবে ০৬ মে, ২০২৩ তারিখ পর্যন্ত।

আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট:- aiimskalyani.edu.in
  • MORE JOB UPDATE:- CLICK HERE

👉 পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় প্রচুর কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

👉 উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় Axis Bank -এ প্রচুর স্টাফ নিয়োগ, মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে শুরু

👉 ইন্ডিয়ান নেভিতে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি দেখে নিন

👉 কৃষকদের জন্য বিরাট সুখবর! পিএম কিষাণের ১৪তম কিস্তিতে দ্বিগুণ টাকা পাবেন

👉 Lottery Winning: লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

2 thoughts on “পশ্চিমবঙ্গে কল্যাণী AIIMS-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ওয়ার্কার নিয়োগ”

Leave a Comment

JoinJoin