SSC দ্বারা Group-C এবং Group-D পদে কর্মী নিয়োগ! মোট ১২০৭ টি শূন্যপদ রয়েছে, রইলো বিস্তারিত তথ্য

Published on:
SSC Stenographer Group C Group D Recruitment 2023

SSC Stenographer Group C Group D Recruitment 2023: চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Group-C এবং Group-D স্টেনোগ্রাফার বিভাগে নিয়োগ করা হবে। ভারতবর্ষের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

- Advertisement -
Advertisement No.HQ-PPII010/1/2023-PP_II
নিয়োগকারী সংস্থাStaff Selection Commission (SSC)
মোট শূন্যপদের সংখ্যা১২০৭ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২৩ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

SSC Stenographer Group C Group D Recruitment 2023

পদের নাম (Post Name)

Stenographer Group-C & Group-D পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সর্বমোট ১২০৭ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -
  • Stenographer Group-C – ৯৩ টি
  • Stenographer Group-D – ১১১৪ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারী প্রার্থীরা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হলে এখানে আবেদনযোগ্য। সেইসঙ্গে প্রার্থীদের স্টেনোগ্রাফি জানা আবশ্যক।

- Advertisement -

বয়সসীমা (Age Limit)

০১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী Stenographer Group-C পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এবং Stenographer Group-D পদের জন্য ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নতুন চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ জেল পুলিশে কিভাবে আবেদন করবেন দেখে নিন সম্পূর্ন ভিডিও

আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) -এ যেতে হবে। এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে (যদি প্রযোজ্য হয়)। সবশেষে সাবমিট বোতামে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

কম্পিউটার বেসড টেস্ট (CBT) এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

SSC Stenographer Group C Group D Recruitment 2023

আবেদন ফি (Application fee)

UR/ EWS/ OBC ক্যাটাগরি পুরুষ প্রার্থীদের আবেদন ফি ১০০/- টাকা জমা করতে হবে। SC/ ST/ PwBD/ Ex-Servicemen/ Women প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে না।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০২.০৮.২০২৩
আবেদন শুরু০২.০৮.২০২৩
আবেদন শেষ২৩.০৮.২০২৩
কম্পিউটার বেসডপরীক্ষার সময়সীমাঅক্টোবর, ২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে গ্রুপ- C কর্মী নিয়োগ, নিজের জেলাতে পোস্টিং

🔥 ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ

🔥 টাটা স্টিল কোম্পানিতে কাজের সুযোগ

🔥 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ

🔥ভুল অ্যাকাউন্টে হয়ে গেছে UPI পেমেন্ট, তবে টাকা পাবেন ফেরত, জানুন এর সম্পূর্ন উপায়

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush