স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে চাকরি | SAI Recruitment 2023

Published on:
SAI Recruitment 2023

SAI Recruitment 2023 : স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক নতুন নিয়োগের খুশির খবর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে (SAI) সব মিলিয়ে মোট ৬৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য। এখানে আবেদন পদ্ধতি সহ আরো বিস্তারিত তথ্য জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

- Advertisement -

পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Advertisement No.01-08001(02)/5/2022-HO – Sports Science
নিয়োগকারী সংস্থা/ বোর্ডSports Authority of India (SAI)
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ৫ অক্টোবর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটhttps://sportsauthorityofindia.gov.in/sai/
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

SAI Recruitment 2023

পদের নাম

  • High Performance Analyst

মোট শূন্যপদের সংখ্যা

এখানে সব মিলিয়ে মোট ৬৪ টি শূন্যপদ রয়েছে। (UR – ১৪ টি, OBC – ২০ টি, SC – ১৬ টি, ST – ৪ টি, EWS – ১০ টি)

- Advertisement -
SAI 1

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা, মাস্টার্স এর সাথে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা, সংশ্লিষ্ট ক্ষেত্রে Ph. D ডিগ্রি থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের।

- Advertisement -

বয়স সীমা

সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে বয়সীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে ০৫.১০.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১,০৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন?

  • এখানে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নীচে দেওয়া Apply Now লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে, সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পূর্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পরিচয়পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট)
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়

নির্বাচন প্রক্রিয়া

SAI Recruitment 2023 এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদনকারী প্রার্থীদের।

SAI 2

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৪.০৯.২০২৩
আবেদন শুরু১৪.০৯.২০২৩
আবেদন শেষ০৫.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (SAI Recruitment 2023)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটhttps://sportsauthorityofindia.gov.in/sai/
🔥 হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Now
🔔 More Jobs UpdateRead More

আরও পড়ুন »

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush