সুখবর, বাড়বে না EMI, ঋণনীতিতে বড়সড় ঘোষণা RBI-র

ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক করুণ অবস্থার কথা মাথায় রেখে বড় ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) -র গভর্নর শক্তিকান্ত দাস। সাধারন মানুষদের কিছুটা স্বস্তি মিলবে। নতুন অর্থবর্ষে রেপো রেট বাড়বে না। অর্থাৎ রেপো রেট আগের মতোই ৬.৫ শতাংশই অপরিবর্তিত রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, RBI -এর এই সিদ্ধান্ত অনুযায়ী রেপো রেট না বৃদ্ধি হওয়ায় ঋণের হারও বাড়ানো হবে না।

প্রধানত, রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে লোন দেয়, তাকে বলা হয় রেপো রেট (Repo rate)। RBI গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত রেপো রেট মোট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।

শক্তিপদ দাস জানিয়েছেন, গত অর্থবর্ষের প্রথম তিন মাস ৭.৮ শতাংশ সুদের হার ছিল। পরের তিন সুদের হার কমে হয়েছিল ৬.২ শতাংশ এবং তৃতীয় তিন মাসে তা কমে হয়েছিল ৬.১ শতাংশ। আর অর্থবর্ষের একেবারে শেষের তিন মাসে সুদের হার রয়েছে ৫.৯ শতাংশ।

রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন

রেপো রেট অপরিবর্তিত রাখায় সুবিধা-

RBI দ্বারা নির্ধারিত রেপো রেট সরাসরি ব্যাঙ্কের লোনকে প্রভাবিত করে। রেপো রেট অপরিবর্তিত থাকলে ব্যাংকগুলি তাদের সুদের হার বাড়াতে পারবে না। ফলে হোম লোন, অটো লোন, পার্সোনাল লোনের মতো সমস্ত ধরনের লোনকে প্রভাবিত করতে পারবে না এবং ঋণের ব্যয়ের কারণে EMI বোঝাও কমবে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

👉 Lakshmir Bhandar – বিরাট সুখবর! স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও এবার থেকে মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

👉 Krishak Bandhu – কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? স্ট্যাটাস চেক করুন

👉 NPCIL -এ ইন্টারভিউয়ের মাধ্যমে ৩২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

JoinJoin