রাজ্যের IIT খড়গপুরে বিভিন্ন পদে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | R/09/2023 |
নিয়োগকারী সংস্থা | Indian Institute of Technology Kharagpur |
মোট শূন্যপদ | ১৫৩ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৩১ জুলাই, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.iitkgp.ac.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
IIT Kharagpur Non Teaching Staff Recruitment 2023
পদের নাম এবং মোট শূন্যপদের সংখ্যা (Post Name & Total Vacancy)
পদের নাম এবং শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

বয়সসীমা (Age Limit)
এখানে প্রতিটি পদের ক্ষেত্রে বয়সসীমা আলাদা রয়েছে। নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়সী চাকরি প্রার্থীরা আবেদনযোগ্য। তবে Junior Assistant, Junior Technician/ Junior Laboratory Assistant, Security Inspector, Driver Grade-II পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন (Salary)

নতুন চাকরির খবরঃ কলকাতায় অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৬ হাজার টাকা
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের এখানে চাকরির জন্য সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in -এ যেতে হবে (নীচে দেওয়া আবেদনের সরাসরি লিংকে ক্লিক করতে পারেন)
- এরপর নিম্নরূপ পেজটি খুলে আসবে –

- এরপর আপনি যে পদের জন্য আবেদন করতে চান, সেটি বেছে নিন,
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে,
- পরবর্তী পেজে আবেদন ফর্ম খুলে আসবে সেটি সঠিকভাবে পূরণ করতে হবে।

- এরপর আবেদন ফি পেমেন্ট করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
*আবেদনের ক্ষেত্রে কোনো হার্ড কপি পাঠাতে করতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আবেদন ফি (Application fee)
আবেদন করার জন্য SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ২৫০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫.০৬.২০২৩ |
অনলাইন আবেদন শুরু | ০৫.০৬.২০২৩ |
অনলাইন আবেদন শেষ | ৩১.০৭.২০২৩ (শেষ তারিখ বাড়ানো হয়েছে) |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📌 সংশোধনী বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
✅ অনলাইন আবেদন করুন | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, তাড়াতাড়ি করুন আবেদন
🔥 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন
🔥 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মখালি! ইন্টারভিউয়ে পাশ করলে মিলবে চাকরি, কোন পদে নিয়োগ?
🔥 শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনলাইন আবেদন, কারা পাবে এই বৃত্তি?