প্যান কার্ড অনলাইন আবেদন করুন, ৪৮ ঘন্টায় পাবেন। কি কি ডকুমেন্টস লাগবে দেখুন

PAN Card অর্থাৎ Permanent Account Number, প্যান কার্ডে ১০ সংখ্যার Pan Card Number হয়ে থাকে। যেটি আয়কর বিভাগের পক্ষ থেকে (Income Tax Department) সকলকে প্রদান করা হয়। প্যান কার্ড শুধু আয়কর দেওয়ার কাজে আসে তা নয় এর পাশাপাশি পরিচয়পত্র, প্রমাণপত্র হিসেবেও এটি যথেষ্ট কাজে আসে।

যদি আপনি এখনো পর্যন্ত প্যান কার্ড বানিয়ে না থাকেন, তাহলে এখন খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক  কিভাবে প্যান কার্ড অনলাইনে আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে তার বিস্তারিত তথ্য।

প্যান কার্ড অনলাইন আবেদন পদ্ধতি

New Pan Card Apply Online NSDL | Pan Card Apply Online Bengali | Pan Card Online Apply Bengali | Pan Card Apply 2023

নতুন প্যান কার্ড অনলাইন আবেদনের জন্য নিচের স্টেপ গুলি ফলো করুন –

  1. Pan Card Online Apply করার জন্য সবার প্রথমে আপনাকে NSDL প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে
  2. এরপর Application Type, Category, Title, নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নাম্বার লিখে Submit করুন,
  3. এরপর Token Number পাবেন এটি  কপি করে রাখুন,
  4. পরবর্তী পেজে বাবা/মায়ের নাম, ঠিকানা, জেন্ডার সিলেক্ট করুন,
  5. এরপর আপনি আপনার বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ, পরিচয়পত্রের প্রমাণ হিসেবে কোন ডকুমেন্টটি আপলোড করতে চান তা সিলেক্ট করুন,
  6. এরপর আপনার ফটো, সিগনেচার আপলোড করুন এবং সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করুন,
  7. এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, এর জন্য পেমেন্ট মেথড সিলেক্ট করুন,
  8. এরপর আপনাকে ১০৬ টাকা ৯০ পয়সা পেমেন্ট করতে হবে,
  9. পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনি Acknowledgement slip পাবেন এটি ডাউনলোড করে রাখুন, পরে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারের সাহায্যে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।
  10. সফলভাবে আবেদন হবার পর আপনার প্যান কার্ড ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে পৌঁছে যাবে সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিন।

প্যান কার্ড অনলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/রেশন কার্ড/পাসপোর্ট,
  • রঙিন ফটো এবং সিগনেচার
  • আঁধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর
  • মোবাইল নম্বর
  • ইমেল আইডি

WB Birth Certificate Online Apply 2023 : কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?

প্যান কার্ড বানাতে কত টাকা খরচ হবে?

PAN Card Online Apply: প্যান কার্ড বানাতে মাত্র ১০৬ টাকার ৯০ পয়সা খরচ হবে।

প্যান কার্ড অনলাইন আবেদন স্ট্যাটাস চেক

How To Check Pan Card Status Online | PAN Card Status Check

প্যান কার্ড আবেদনের পর আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য  নিচের স্টেপগুলি ফলো করুন –

  1. প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html -এ আসতে হবে,
  2.  আসার পর Application Type থেকে PAN – New / Change Request অপশন সিলেক্ট করতে হবে,
  3.  এরপর আপনি আবেদনের সময় যে একনলেজমেন্ট নাম্বার পেয়েছিলেন সেটি লিখুন,
  4.  এরপর ক্যাপচা লিখে Submit অপশনে ক্লিক করুন,
  5. ক্লিক করার সঙ্গে সঙ্গে এর স্ট্যাটাস চলে আসবে।

প্যান কার্ড আবেদনের  জন্য উপরের স্টেপ গুলি ছিল সংক্ষিপ্ত,  কিন্তু আপনি যদি বিস্তারিত আবেদনের পদ্ধতি জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।

Important Links

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস Click Here
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনClick Here

FAQ’s – Pan Card Apply Online

Q 1: আমি কি অনলাইনে প্যান কার্ডের আবেদন করতে পারি? | Can I apply PAN card online?

ANS: হ্যাঁ, আপনি প্যান কার্ডের জন্য NSDL ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারেন।

Q 2: প্যান কার্ড বানাতে কত টাকা খরচ হবে?

ANS: প্যান কার্ড বানাতে মাত্র ১০৬ টাকার ৯০ পয়সা খরচ হবে।

Q 3: আমি কি 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড পেতে পারি? | Can I get PAN card in 2 hours?

ANS: প্যান কার্ড পেতে কত দিন সময় লাগে? প্যান কার্ডের আবেদনপত্র জমা দেওয়ার পরে, প্যান কার্ড সাধারণত 15-20 কার্যদিবসের মধ্যে জারি করা হয়। যাইহোক, আবেদনকারীরা এখন 48 ঘন্টা (2 দিন) মধ্যে তাদের প্যান কার্ড পেতে পারেন ইমেইলের মাধ্যমে।

Q 4: আমি কিভাবে জরুরী প্যান কার্ড পেতে পারি? | How can I get urgent PAN card?

ANS: আমাদের এই প্রতিবেদনের স্টেপগুলি ফলো করে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে প্যান কার্ড পেতে পারেন ইমেইলের মাধ্যমে।

Q 5: আমরা কি  মোবাইল দিয়ে PAN Card আবেদন করতে পারি? | Can we apply PAN in Mobile?

ANS: হ্যাঁ, আপনি মোবাইল এবং কম্পিউটার উভয়ের মাধ্যমে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

Pan Card and Aadhar Card Link: এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন ছাড় কাদের?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin